রাষ্ট্র সংস্কারে সরকারের চলমান উদ্যোগকে স্বাগত জানালেও ‘আওয়ামী লীগ (Awami League) নিষিদ্ধ করাই হবে প্রথম সংস্কার’—এমন বক্তব্য দিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) (National Democratic Movement – NDM) চেয়ারম্যান ববি হাজ্জাজ (Bobby Hajjaj)।
সোমবার (১৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus) নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র সংস্কারের মহতি উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তবে এই সরকারের প্রথম দায়িত্ব ছিল ফ্যাসিবাদী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধ ঘোষণা।”
সংবিধান ও সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আপত্তি
ববি হাজ্জাজ বলেন, “প্রাক্তন প্রধানমন্ত্রীদের রাষ্ট্রপতি হওয়া যাবে না—এ প্রস্তাব বিশেষ উদ্দেশ্যপ্রণোদিত, তাই এতে আমরা একমত নই।” তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীর দুই মেয়াদ নির্ধারণ, এনসিসি (জাতীয় সাংবিধানিক কাউন্সিল) গঠন প্রক্রিয়া, রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে প্রধান উপদেষ্টার অনুমোদন সংক্রান্ত ধারা—এসবের সঙ্গে আমরা দ্বিমত পোষণ করেছি।”
নির্বাচন কমিশন ও মৌলিক অধিকারের সুপারিশ প্রত্যাখ্যান
এনডিএম চেয়ারম্যান জানান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সুপারিশকেও তারা প্রত্যাখ্যান করেছেন। দলনিরপেক্ষ রাষ্ট্রপতি প্রার্থীর প্রস্তাব, সংবিধানে বহুত্ববাদ সংযোজন, মৌলিক অধিকার নিয়ে ভারসাম্য নির্ধারণ—এসব প্রস্তাবের বাস্তবতা নিয়েও তারা আপত্তি জানিয়েছেন।
তরুণ প্রার্থী, বয়সসীমা ও রাজনৈতিক প্রধানত্ব নিয়ে মতভিন্নতা
“নূন্যতম ১০% আসনে তরুণ প্রার্থী দেওয়ার বাধ্যবাধকতা অস্পষ্ট। এমপি পদে বয়স ২১ বছরে নামানো বর্তমানে বাস্তবসম্মত নয়,” বলেন ববি হাজ্জাজ। পাশাপাশি, একজন ব্যক্তি সংসদ সদস্য, প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান—এই তিন পদ একসঙ্গে রাখতে পারবেন না, এমন সুপারিশের বিরুদ্ধেও মত প্রকাশ করেছেন তিনি।
প্রশাসনিক কাঠামো ও বিকেন্দ্রীকরণ প্রস্তাবেও আপত্তি
ববি হাজ্জাজ অভিযোগ করেন, সদ্য গঠিত একটি রাজনৈতিক দলকে সুবিধা দিতে জনপ্রশাসন সংস্কার কমিশন জেলা ও উপজেলা পর্যায়ে নাগরিক কমিটি গঠনের সুপারিশ করেছে। এএসপি পদমর্যাদার কর্মকর্তাকে উপজেলা জননিরাপত্তা অফিসার নিয়োগ, প্রাদেশিক শাসনব্যবস্থা চালু, জেলা পরিষদ বাতিল ও মহানগর সরকার চালুর প্রস্তাবেও এনডিএম আপত্তি জানিয়েছে বলে জানান তিনি।