সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নই বর্তমান সরকারের অন্যতম কূটনৈতিক লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম (Shafiqul Alam)। মঙ্গলবার (১৫ এপ্রিল) ফরেন সার্ভিস অ্যাকাডেমি (Foreign Service Academy)–তে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “পাকিস্তান (Pakistan) আমাদের দক্ষিণ এশিয়ার পরিবারভুক্ত, সার্কের অন্তর্ভুক্ত। তাই আমরা তাদের সঙ্গেও সম্পর্কের উন্নয়ন চাই। একইভাবে আমরা ভারত (India), ভুটান (Bhutan) ও নেপালের (Nepal) সঙ্গেও সম্পর্ক সুদৃঢ় করতে চাই।”
সার্ককে পুনরুজ্জীবিত করতে আগ্রহী বাংলাদেশ
প্রেস সচিব বলেন, “প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus) ৮ আগস্ট শপথ নেওয়ার পর থেকেই সার্ককে পুনরুজ্জীবিত করার ব্যাপারে গুরুত্ব দিয়ে আসছেন। তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে, ডি-৮ সম্মেলন, দাভোস ও বাকু সম্মেলনেও এই বিষয়ে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে আলোচনা করেছেন।”
পারস্পরিক স্বার্থ ও উন্নয়ন সহযোগিতা
পাকিস্তানের পররাষ্ট্র সচিবের আসন্ন সফর প্রসঙ্গে তিনি বলেন, “পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট যেসব বিষয় আছে, সেগুলো নিয়েই আলোচনা হবে।” একইসঙ্গে তিনি জানান, “নেপালের জন্য একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনায় আমরা উত্তরবঙ্গে জমি খুঁজছি। সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে উন্নয়ন অংশীদারিত্ব তৈরি করাই আমাদের কূটনৈতিক নীতির অংশ।”
বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল দিক
প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম বলেন, “বাংলাদেশের পররাষ্ট্রনীতি হচ্ছে ‘প্রো-বাংলাদেশ’। যেখানে দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলাই মূল লক্ষ্য।”