আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন চায় [জামায়াতে ইসলামী](https://wellnews24.com/tag/জামায়াতে-ইসলামী) ([Jamaat-e-Islami](https://wellnews24.com/tag/jamaat-e-islami))

আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন চায় জামায়াতে ইসলামী। বুধবার (১৬ এপ্রিল) রাজধানীর গুলশানে মার্কিন দূতাবাসের ডেপুটি হেড অব মিশনের বাসভবনে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ কথা জানান দলের আমির শফিকুর রহমান।

বৈঠকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক-এর সঙ্গে জামায়াতের একটি প্রতিনিধি দল আলোচনায় অংশ নেয়। প্রতিনিধি দলে ছিলেন দলের আমির শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার

শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, “যুক্তরাষ্ট্র জানতে চেয়েছে আমরা কখন নির্বাচন চাই। আমরা বলেছি, সরকার প্রধান উপদেষ্টা নির্বাচন দিতে চেয়েছেন এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে। তবে বর্ষা, ঝড়ঝাপটা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে জুন পর্যন্ত অপেক্ষা করলে নির্বাচনের ঝুঁকি থাকবে। তাই আমরা চাই, রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হোক।”

তিনি আরও বলেন, “তাদের সঙ্গে আমাদের খোলামেলা আলোচনা হয়েছে। তারা জানতে চেয়েছে, আমরা যদি দেশের দায়িত্ব নেই তাহলে আমাদের অর্থনৈতিক ও পররাষ্ট্রনীতি কী হবে। এছাড়া তারা সংখ্যালঘু অধিকার, নারী অধিকার ও শ্রমিক অধিকার নিয়েও প্রশ্ন করেছে। এসব বিষয়ে আমরা তাদের সাথে খোলামেলা কথা বলেছি।”

এ সময় জামায়াতের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র আরোপিত ৩৭ শতাংশ শুল্ক নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। শফিকুর রহমান বলেন, “আমরা অনুরোধ করেছি, বাংলাদেশের বর্তমান সংকটময় সময়ে এই শুল্ক পুনর্বিবেচনা করতে। আশা করছি যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে।”

এছাড়া, আওয়ামী লীগের বিচারের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে শফিকুর রহমান বলেন, “আমরা চেয়েছি ন্যায়বিচার নিশ্চিত করা হোক, সেটাই বলেছি।”