পালক পিতার মৃত্যুতে স্ত্রীর অনুপস্থিতিতে ক্ষুব্ধ হিরো আলম, রিয়ামনিকে জীবন থেকে বয়কট

হিরো আলম (Hero Alom) তাঁর পালক পিতার মৃত্যুর পর স্ত্রী মডেল রিয়ামনিকে জীবন থেকে বয়কটের ঘোষণা দিয়েছেন। পালক পিতা আবদুর রাজ্জাকের মৃত্যুতে পাশে না থাকার কারণে এ সিদ্ধান্ত নেন তিনি। মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত ৯টায় রাজধানীর একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুর রাজ্জাক। শৈশবে হিরো আলমের অভিভাবকত্ব গ্রহণ করেছিলেন তিনিই।

বাবার মৃত্যুর সংবাদে হিরো আলমের আবেগঘন প্রতিক্রিয়া

হিরো আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, “রিয়ামনিকে আমার জীবন থেকে বয়কট করলাম। কারণ আমার বাবা হসপিটালে। সে আমার বাবার কাছে না থেকে বিভিন্ন ছেলেদের নিয়ে নাচগান করে বেড়ায়।” তিনি আরও বলেন, “তার পরিবার থেকেও কেউ বাবাকে দেখতে আসেনি। আমার বাবা বেঁচে থাকতে যিনি দেখতে আসেননি, আমি অসুস্থ হলে তিনি কী করবেন?”

রিয়ামনির বিরুদ্ধে আরও অভিযোগ

স্ট্যাটাসে হিরো আলম বলেন, “রিয়ামনি মায়ামনি ঢাকা শহরে বিভিন্ন বারের ডান্সার। আমি তাকে ভালো পথে আনার চেষ্টা করেছিলাম। কিন্তু ছেড়ে দেওয়া গরু কোনোদিন ঘরে বন্দি করে রাখা যায় না।” তিনি রিয়ার প্রতি ক্ষোভ প্রকাশ করে জানান, “খুব শিগগিরই আপনারা বুঝতে পারবেন রিয়া কতটা খারাপ।”

সম্পর্কের পেছনের গল্প

একসঙ্গে কাজ করতে গিয়ে রিয়ামনির প্রেমে পড়েন হিরো আলম। এরপরই তাঁর দ্বিতীয় স্ত্রী মডেল নুসরাত জাহান ডিভোর্স দেন তাঁকে। পরে হিরো আলম রিয়ামনিকে বিয়ে করেন এবং বিভিন্ন প্রজেক্টে একসঙ্গে কাজ করেন।