পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) ও তার স্ত্রী বুশরা বিবি (Bushra Bibi)–র বিয়ে নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছেন বুশরার ছোট বোন মরিয়ম রিয়াজ বাত্তু। সম্প্রতি জিও নিউজ–এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ইমরান-বুশরার পরিচয় এবং পরে বিয়ের পেছনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
“বুশরার কোনো জাদুর কাঠি নেই”
মরিয়ম জানান, বুশরার ধর্মীয় জ্ঞান এবং কুরআন চর্চা থেকেই ইমরানের প্রতি প্রভাব পড়ে। কালা জাদু বা তাবিজের অভিযোগ যারা তোলে, তাদের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
তিনি বলেন, “আমি ইমরান খানের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলব না। তবে বুশরার সঙ্গে তার পরিচয় করিয়ে দেওয়ার অনুরোধ আমি করেছিলাম আধ্যাত্মিক সহায়তার জন্য। এরপর আল্লাহর কৃপায় সম্পর্কটি বিয়েতে রূপ নেয়।”
মরিয়ম আরও জানান, বুশরাকে পরিচয় করানোর জন্য ইমরান তাকে ধন্যবাদ জানিয়েছিলেন এবং ইমেইলে লেখেন, “আমার জীবন পরিবর্তনের জন্য আপনাকে ধন্যবাদ।”
জাদু, কুসংস্কার ও রাজনীতির গল্প
ইমরান খানের সঙ্গে বুশরার বিয়ে হয় ২০১৮ সালে। তার আগে তিনি জেমিমা এবং রেহাম খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। তবে বুশরার সঙ্গে সম্পর্কের পর থেকেই ইমরানের জীবনে নানা পরিবর্তন আসে।
ধর্মীয় বিশ্বাস ও কুসংস্কারের কারণে ইমরান অনেক বিতর্কে জড়িয়ে পড়েন। বিশেষ করে দাফনে অনুপস্থিত থাকা এবং জিনদের বাহিনী পালনের মতো অভিযোগ উঠেছে বুশরার বিরুদ্ধে। এমনকি গোয়েন্দা প্রধান নিয়োগে বিলম্বের পেছনেও বুশরার পরামর্শ ছিল বলে দাবি করেন এক মন্ত্রী।
রাজনৈতিক প্রেক্ষাপট
ইমরান খানের রাজনৈতিক পতনের জন্য তার কুসংস্কারাচ্ছন্ন চিন্তাভাবনা এবং বুশরার প্রভাবকে আংশিকভাবে দায়ী করেন অনেকেই। সেনাবাহিনীর সঙ্গে সম্পর্কের ফাটল শুরু হয় এসব সংস্কার মেনে চলার কারণেই বলে ধারণা।
তবে মরিয়ম রিয়াজ বাত্তু মনে করেন, এত প্রতিকূলতার মাঝেও ইমরান-বুশরার সম্পর্ক দৃঢ়। তিনি বলেন, “তারা বিশ্বের অন্যতম সেরা দম্পতি, যারা একে অপরের পাশে রয়েছেন।”