জামায়াতে ইসলামি ও বিএনপি-কে একসাথে বসে সংস্কার ইস্যুতে ঐকমত্য গঠনের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়-এর সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব। বুধবার রাতে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, দুই বড় রাজনৈতিক দলের মধ্যে বোঝাপড়া জাতীয় ঐক্যের জন্য গুরুত্বপূর্ণ।
বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-তে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর সঙ্গে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল। বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন প্রয়োজন, নইলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
অন্যদিকে, একইদিন দুপুরে গুলশানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানান, তারা আগামী রমজানের আগেই নির্বাচন চায়।
এই দুটি অবস্থানের প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়ায় ড. গালিব বলেন, “জামায়াত আর বিএনপি কিছুটা এক জায়গায় এসে দাঁড়িয়েছে—এটা খুবই ভালো। জাতীয় ঐক্যের জন্য আন্ডারস্ট্যান্ডিং থাকা জরুরি।”
তিনি দুই দলকে আহ্বান জানিয়ে বলেন, “এপ্রিলের মধ্যে সংস্কারের প্রস্তাব নিয়ে ঐকমত্যে আসুন। মে মাসের মধ্যে সেগুলো বাস্তবায়ন করুন। ভারত, আওয়ামী লীগ, বিচার ইস্যুতে প্রতিদিন ভিন্ন কথা না বলে যৌথভাবে স্পষ্ট অবস্থান জানান।”
ড. গালিবের মন্তব্য, “দয়া করে এ কথা বলবেন না, সব সংস্কার আপনারা নির্বাচনের পর করবেন। তাহলে জনগণের মনে হবে, আপনারা ক্ষমতা নিয়ে যতটা উদগ্রীব, সুশাসন নিয়ে ততটা নন।”
প্রসঙ্গত
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার আলোচনায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে। এই প্রক্রিয়ায় জাতীয় ঐকমত্য গঠনে স্পষ্ট ও সময়োপযোগী অবস্থান গ্রহণ জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা।