ভুয়া মুক্তিযোদ্ধাদের কারণে সত্যিকারের মুক্তিযোদ্ধারা বিব্রত হচ্ছেন বলে মন্তব্য করেছেন ফারুক-ই-আজম বীর প্রতীক, উপদেষ্টা, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মেহেরপুর-এর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা
উপদেষ্টা ফারুক বলেন, “ভুয়া মুক্তিযোদ্ধা আমাদের জন্য গ্লানিকর। যারা মুক্তিযুদ্ধে অংশ না নিয়েও নিজেদের মুক্তিযোদ্ধা পরিচয় দিচ্ছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা উদ্যোগ নিচ্ছি। ইতোমধ্যে প্রায় ২৭০০টি রিট মামলা হয়েছে, যেগুলোর একযোগে নিষ্পত্তির চেষ্টা করছি।”
মুজিবনগর সরকার: গৌরবোজ্জ্বল অধ্যায়
তিনি বলেন, “মুজিবনগর সরকার একটি বিপ্লবী সরকার। এটি আমাদের বাস্তব ইতিহাস, যা চিরকাল অমলিন থাকবে। এই সরকারই মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দিয়েছে এবং আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে।”
ভাঙচুর ও পুনর্নির্মাণ প্রসঙ্গে
৫ আগস্টের পর মুজিবনগর কমপ্লেক্সে ভাঙচুরের প্রসঙ্গে ফারুক-ই-আজম বলেন, “ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো সরজমিন দেখে পুনর্নির্মাণ করা হবে। তবে তা ঐতিহাসিক বস্তুনিষ্ঠতার ভিত্তিতেই হবে।”
সম্মাননা প্রদান
এদিন ১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত মুজিবনগর সরকারকে ‘গার্ড অব অনার’ প্রদানকারী দুই বীর মুক্তিযোদ্ধার হাতে সম্মাননা স্মারক তুলে দেন উপদেষ্টা।
উপস্থিত ছিলেন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
– ইসরাত জাহান চৌধুরী, সচিব, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়
– মোহাম্মদ হোসাইন শওকত, অতিরিক্ত কমিশনার, খুলনা বিভাগ
– সিফাত মেহনাজ, জেলা প্রশাসক, মেহেরপুর
– মাকসুদা আক্তার খানম, পুলিশ সুপার, মেহেরপুর
– পলাশ মণ্ডল, ইউএনও, মুজিবনগর উপজেলা