জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা হিরো আলম স্ত্রী রিয়া মনি-কে ডিভোর্স দেওয়ার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
স্ত্রীকে বয়কটের পর ডিভোর্স ঘোষণা
সংবাদ সম্মেলনে হিরো আলম বলেন, “আপনারা সবাই জানেন আমি রিয়া মনিকে বয়কট করেছি। বয়কট মানে, তার সঙ্গে কোনো সম্পর্ক আর রাখবো না। আমি ঢাকা যাওয়ার পর তার সঙ্গে সেপারেট (আলাদা) হয়ে যাবো।” তিনি আরও বলেন, “যে বক্তব্যগুলো রিয়া মনি আমার বিরুদ্ধে দিচ্ছে, সেগুলো তাকে প্রমাণসহ দিতে হবে।”
তিনি জানান, স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কের টানাপড়েন চলছিল। রিয়া মনি ছিলেন হিরো আলম প্রযোজিত একটি সিনেমার নায়িকা। সেখান থেকেই পরিচয় এবং পরবর্তী সময়ে তাদের বিয়ে হয়।
আগের দুই সংসারেও ব্যর্থতা
হিরো আলম বলেন, ২০১৭ সালে তার প্রথম স্ত্রী তার বিরুদ্ধে মামলা করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে প্রথম সংসার ভেঙে যায়। এরপর ২০২২ সালে দ্বিতীয় স্ত্রী সঙ্গেও বিচ্ছেদ ঘটে।
পালক পিতার মৃত্যুকে কেন্দ্র করে মতবিরোধ
তিনি অভিযোগ করেন, “জীবনের শেষ সময়ে আমার পালক বাবা আবদুর রাজ্জাকের পাশে রিয়া মনি ছিলেন না। এটা আমাকে কষ্ট দিয়েছে।” এই অভিযোগের প্রেক্ষিতেই গতকাল বুধবার ফেসবুকে স্ত্রীকে বয়কটের ঘোষণা দেন তিনি।
আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম-এর পালক বাবা আবদুর রাজ্জাক মঙ্গলবার রাতে রাজধানীর একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার বগুড়ার এরুলিয়ায় তার জানাজা ও দাফন সম্পন্ন হয়।