টাইম ম্যাগাজিনে হিলারি ক্লিনটনের প্রশংসা: নিপীড়নের ছায়া থেকে বাংলাদেশকে তুলে আনছেন ড. ইউনূস

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন টাইম ম্যাগাজিনে প্রশংসা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-কে। ২০২৫ সালের ‘টাইম ১০০ প্রভাবশালী ব্যক্তি’ তালিকার ‘নেতা’ ক্যাটাগরিতে ৬ষ্ঠ স্থানে জায়গা করে নেওয়ার পর তাকে নিয়ে লেখা মুখবন্ধে হিলারি বলেন, “তিনি বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনছেন।”

ফ্যাসিস্ট সরকারের পতনের পর নেতৃত্বে ইউনূস

টাইম ম্যাগাজিনে প্রকাশিত নিবন্ধে হিলারি লেখেন, “গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানে বাংলাদেশের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর, ড. ইউনূস জাতিকে গণতন্ত্রের পথে এগিয়ে নিতে নেতৃত্ব দিয়েছেন।” তিনি বলেন, ড. ইউনূসের এই ফিরে আসা একটি জাতির জন্য আলোর পথ তৈরি করেছে।

ক্ষুদ্রঋণ থেকে গণতন্ত্র—ইউনূসের যাত্রা

ড. ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক-এর মাধ্যমে বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠী, বিশেষত নারীদের ক্ষমতায়নের কথা তুলে ধরে হিলারি বলেন, “৯৭ শতাংশ উপকারভোগী নারী—যারা ব্যবসা গড়ে তুলেছেন, পরিবারকে রক্ষা করেছেন এবং মর্যাদা ফিরিয়ে এনেছেন।”

ড. ইউনূসের সঙ্গে হিলারির সম্পর্ক

হিলারি বলেন, তার সঙ্গে ড. ইউনূসের প্রথম সাক্ষাৎ হয় যুক্তরাষ্ট্রের আরকানসাসে, যখন ইউনূস যুক্তরাষ্ট্রে ক্ষুদ্রঋণ প্রকল্প চালু করতে সহায়তা করেন। “আমি যেখানে যেখানে ঘুরেছি, সেখানেই ইউনূসের কাজের ছাপ দেখেছি—জীবন বদলেছে, আশার জন্ম হয়েছে,”—এমনটাই জানিয়েছেন তিনি।

এখন নতুন ভূমিকা

টাইম বলছে, “ড. ইউনূস শুধু অর্থনৈতিক বিপ্লব ঘটাননি, বরং তিনি বিশ্বের প্রান্তিক মানুষের জন্য আশার বাতিঘর।” ৮৪ বছর বয়সে এসে তিনি আবারও জাতির ডাকে সাড়া দিয়ে দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে।

শীর্ষ ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায়

২০২৫ সালের টাইম ১০০ তালিকার ‘নেতা’ ক্যাটাগরিতে ড. ইউনূস আছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া সেইনবোম ও ইলন মাস্ক-এর মতো প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে। বাংলাদেশ থেকে তিনিই একমাত্র ব্যক্তি যিনি এই তালিকায় জায়গা করে নিয়েছেন।