[ছাত্রলীগ নেতা মনজিল হাসানের বিরুদ্ধে গ্যাস কোম্পানিতে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ]

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (Bangladesh Gas Fields Company Limited)–এর সহকারী ব্যবস্থাপক ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (Chittagong University of Engineering & Technology – CUET) শাখা ছাত্রলীগের (Bangladesh Chhatra League) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনজিল হাসানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ উঠেছে।

১৭ এপ্রিল, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানির ব্রাহ্মণবাড়িয়া (Brahmanbaria) জেলার বিরাসারস্থ প্রধান কার্যালয়ে এমপ্লয়িজ ইউনিয়নের (Employees’ Union) পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়।

“সব শালাকে দেখে নেব”—মনজিল হাসানের মন্তব্যে সমালোচনার ঝড়

অভিযোগ জানার পর প্রতিক্রিয়ায় মনজিল হাসান বলেন, “আমি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সিবিএ গুনার টাইম আমার নাই, সব শালাকে দেখে নেব।” এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে এবং বিষয়টি এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে।

নির্যাতনের শিকার শ্রমিকদের বক্তব্য

অভিযোগপত্রে বলা হয়, সহকারী ব্যবস্থাপক মনজিল হাসান কম্প্রেসর অ্যান্ড জেনারেটর ডিভিশনের কম্প্রেসর মেকানিক্যাল মেইনটেন্যান্স শাখায় কর্মরত শ্রমিক-কর্মচারীদের সঙ্গে দীর্ঘদিন ধরে অপমানজনক ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে আসছেন। শ্রমিকদের বারবার অনুরোধেও তার আচরণে কোনো পরিবর্তন আসেনি। অতিষ্ঠ হয়ে তারা ইউনিয়নের দ্বারস্থ হন।

লিখিত অভিযোগে যেসব তথ্য সংযুক্ত

মো. নূর আলম (Nur Alam) ও আলী হায়দার আহমদ (Ali Haidar Ahmed) স্বাক্ষরিত অভিযোগপত্রে মনজিল হাসানের ছাত্রলীগের সম্পৃক্ততার নানা তথ্য-প্রমাণও সংযুক্ত করা হয়েছে।

কর্তৃপক্ষের প্রতিক্রিয়া অনুপস্থিত

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ফারুক হোসাইন (Faruk Hossain)–এর প্রতিক্রিয়া জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি বলে জানানো হয়েছে।