এবি পার্টি (AB Party)’র সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ভূঁইয়া ফুয়াদ সরকারি প্রতিষ্ঠানগুলোর দুর্নীতির চিত্র তুলে ধরে বলেছেন, এসব প্রতিষ্ঠান বর্তমানে “তেলাপোকা, কৃমি ও কেঁচোতে আক্রান্ত”।
রোববার (২০ এপ্রিল) রাজধানীতে এবি পার্টি (AB Party)’র কেন্দ্রীয় কার্যালয়ে “ওয়াসার দূষিত পানি ও নগরবাসীর স্বাস্থ্য ঝুঁকি” বিষয়ক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতার অভাব
ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘বাংলাদেশের সরকারি কর্মকর্তারা মাইকের সামনে কথা বলতে চান না, কারণ তারা দুর্নীতির সঙ্গে জড়িত। ক্যামেরার সামনে কথা বললে দুর্নীতির তথ্য ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় মুখ খুলতে চান না।’
তিনি আরও অভিযোগ করে বলেন, সরকারি কর্মকর্তারা একে অপরকে দোষারোপ করে দায়িত্ব এড়িয়ে চলেন। ‘এরা ব্রাজিলিয়ান ফুটবল দলের মতো পাশ দিয়ে শট খেলে, কেউই সোজা দায়িত্ব নেয় না,’ বলেন তিনি।
গণশুনানি ও জবাবদিহির দাবি
ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘যখন কোনো সরকারি কর্মকর্তা মাইকে কথা বলবেন, তখন সবাই জানতে পারবে কে ঠিক, কে দুর্নীতিপরায়ণ, ক্লোরিনের টাকা কোথায় গেল, পাইপলাইন কাজ করছে না কেন—সব কিছু পরিষ্কার হয়ে যাবে।’
তিনি সরকারি প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য জনগণের সঙ্গে গণশুনানির মাধ্যমে সিদ্ধান্ত নেয়ার দাবি জানান।
ফুয়াদ বলেন, ‘প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠানকে জনমুখী করতে হবে। সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। অন্যথায় এই তেলাপোকা-কেঁচো সংস্কৃতি চলতেই থাকবে।’