ময়মনসিংহ (Mymensingh) জেলার ভালুকা (Valuka) উপজেলার কাইচান গ্রামের সন্তান ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় (Prime Asia University) এর ছাত্র জাহিদুল ইসলামকে রাজধানীর বনানী (Banani) এলাকায় ছুরিকাঘাতে হত্যার ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। হাসাহাসির মতো তুচ্ছ বিষয় নিয়ে এই নির্মম হত্যাকাণ্ড ঘটে। ঘটনার প্রতিবাদে আজ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্রদল (Chhatra Dal)।
ঘটনাটি কীভাবে ঘটেছে?
২২ বছর বয়সী জাহিদুল ইসলাম ছিলেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। শনিবার বিকেলে বনানীতে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে দুই নারীকে নিয়ে হাসাহাসির ঘটনায় একদল যুবক তাঁকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
পরিবার ও গ্রামের প্রতিক্রিয়া
জাহিদুলের বাড়ি ভালুকা উপজেলার কাইচান গ্রামে। তিনি কুয়েতপ্রবাসী জসিম উদ্দিনের ছেলে। মৃত্যুর সংবাদ পেয়ে জসিম উদ্দিন দেশে ফিরে এসে বলেন, “আমার সন্তানই যদি না থাকে, বাঁইচ্যা থাইকা কী লাভ?”
জাহিদুলের মা পারভীন আক্তার শোক সইতে না পেরে কয়েকবার অচেতন হয়ে পড়েন। স্বর্ণের মতন ছেলেকে হারিয়ে অসংখ্য প্রশ্ন আর কান্না তাঁর কণ্ঠে।
রাজনৈতিক প্রেক্ষাপট
জাহিদুল ছাত্রদলের সঙ্গে যুক্ত ছিলেন। পরিবারের সদস্যরাও দীর্ঘদিন ধরে বিএনপি (BNP)-র রাজনীতির সঙ্গে জড়িত। ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম জানান, জাহিদুল ঢাকায় পড়ালেখা করলেও এলাকায় এসে সক্রিয়ভাবে ছাত্রদলের রাজনীতি করতেন।
জানাজা ও গ্রামে লাশবাহী গাড়ির আগমন
আজ বিকেলে লাশ গ্রামে এসে পৌঁছায়। জানাজার আগে মানুষ ভিড় করেন জাহিদুলকে শেষবারের মতো দেখতে। বাড়িতে কান্নার রোল পড়ে যায়। এশার নামাজের পর জানাজা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ ও সড়ক অবরোধ
জাহিদুলের হত্যার প্রতিবাদে ভালুকা উপজেলা ছাত্রদল একটি বিক্ষোভ মিছিল বের করে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা বিচার দাবি করে। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
ভালুকা মডেল থানা (Valuka Model Thana) পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছিল এবং অবরোধ শান্তিপূর্ণভাবে শেষ হয়।
পরিবারের দাবি
জাহিদুলের বাবা বলেছেন, “প্রকাশ্যে হত্যাকারীদের ফাঁসি হলে আমার ছেলের আত্মা শান্তি পাবে।”
এ নির্মম হত্যাকাণ্ড গোটা এলাকায় ক্ষোভ ও শোকের ছায়া ফেলেছে। এলাকাবাসী ও ছাত্রদল দ্রুত বিচার দাবি করছে।