স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় (Ministry of Health and Family Welfare)র উপদেষ্টা নূরজাহান বেগম (Nurjahan Begum) নার্সিং পরীক্ষায় অংশ না নিয়েও ভুলবশত প্রাপ্ত এক লাখ বিশ হাজার টাকার সম্মানি গ্রহণ না করে তা ফেরত দিয়েছেন। সোমবার সচিবালয়ে এক অনুষ্ঠানে নিজেই এ তথ্য জানান তিনি।
সমঝোতা স্মারকে বক্তব্য
সচিবালয় (Secretariat)ে রেলপথ মন্ত্রণালয় (Ministry of Railways) ও স্বাস্থ্য সেবা বিভাগ (Health Services Division)র মধ্যে বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল (Bangladesh Railway Hospital)গুলোর যৌথ ব্যবস্থাপনার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এই বক্তব্য দেন উপদেষ্টা নূরজাহান বেগম।
তিনি বলেন, “আমি নার্সিং পরীক্ষার সঙ্গে যুক্ত ছিলাম না। অথচ দেখা গেল, আমার কাছেও এক লাখ বিশ হাজার টাকার সম্মানি চলে এসেছে। আমি সেই টাকা ফিরিয়ে দিয়েছি। বলেছি, আমি তো এই টাকা নিতে পারি না। এটা কেন হবে?”
রেলপথ মন্ত্রণালয়ের আগের নির্দেশনার প্রসঙ্গ
এ প্রসঙ্গে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান (Muhammad Fauzul Kabir Khan) বলেন, “কোনো জিনিস চাপিয়ে দিলেই হয় না। আমি সম্মানি গ্রহণ করিনি, নূরজাহান আপাও যদি মনে করেন, করবেন না।”
তিনি আরও বলেন, বেসরকারি বিভিন্ন বোর্ড সভায় সর্বোচ্চ পাঁচ হাজার টাকা সম্মানি দেওয়া হয়। তবে সরকারি অনেক সভায় দুপুরের দিকের বৈঠকে কেবল খাবার পরিবেশন করা হয়, সম্মানি নয়।
সম্মানি নীতিমালা নিয়ে আলোচনা
নূরজাহান বেগম বলেন, বিভিন্ন সভার জন্য নির্দিষ্ট অর্থ বরাদ্দ থাকে। তবে সবাই সম্মানি নেবেন কিনা, তা বাধ্যতামূলক নয়। উপদেষ্টা পরিষদে বিষয়টি আলোচনায় এসেছে। তিনি জানান, এই বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।