বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (Anti-Discrimination Student Movement) এর নামে দেশব্যাপী চাঁদাবাজি, লুটপাট ও দখলদারির অভিযোগ তুলেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি (Dhaka South BNP)র সিনিয়র নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন (Engineer Ishraq Hossain)।
রোববার এক অনলাইন বিবৃতিতে তিনি বলেন, “এই সংগঠনটি গঠিত হয়েছিল খুনি, স্বৈরাচারী, ফ্যাসিস্ট শেখ হাসিনার (Sheikh Hasina) বিরুদ্ধে ছাত্র আন্দোলন জোরদার করার লক্ষ্যে। কিন্তু এখন সেই লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে ব্যানার ব্যবহার করে চলছে দখল ও চাঁদাবাজি।”
‘থানাভিত্তিক কমিটি গঠন কেন?’
ইশরাক প্রশ্ন তোলেন, “আজ বনানী থানার নামে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বনানী থানা কমিটি’ কীভাবে তৈরি হলো? রাজনৈতিক দলগুলোর অঙ্গসংগঠনের বাইরে থানাভিত্তিক কমিটি গঠনের যৌক্তিকতা কোথায়?”
তিনি বলেন, “যদি সত্যিই হাসিনা সরকার পতিত হয়ে থাকে, তবে বিপ্লব-পরবর্তী সময়ে থানাভিত্তিক শক্তি গঠনের পেছনে কারা, কী উদ্দেশ্যে কাজ করছে তা বিশ্লেষণ করা দরকার।”
চাঁদাবাজি ও লুটপাটের উদাহরণ তুলে ধরেন
ইশরাক অভিযোগ করেন, “বৈষম্যবিরোধী ব্যানার ব্যবহার করে এখন মার্কেট দখল, ইজারা বাণিজ্য ও অর্থনৈতিক স্বার্থসিদ্ধির অপতৎপরতা চলছে। বহু জায়গায় এমন চাঁদাবাজির ঘটনা ঘটছে যা সংগঠনটির আদর্শিক ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করছে।”
তিনি বলেন, “এই ব্যানারকে সামনে রেখে যারা অর্থনৈতিক সুবিধা নিচ্ছে, তারা মূল আন্দোলনের আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে।”
‘আস্থা হারাবে আন্দোলন’
ইশরাক হোসেন বলেন, “এই অপচেষ্টা বন্ধ না হলে ভবিষ্যতে সাধারণ মানুষ এই সংগঠনের ওপর আস্থা হারাবে। এর ফলে প্রকৃত ছাত্র আন্দোলনও বাধাগ্রস্ত হবে।”
তিনি সংশ্লিষ্টদের উদ্দেশে আহ্বান জানান, “আসল উদ্দেশ্য যেন ভুলে না যাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেন দখলদার ও সুবিধাবাদীদের প্ল্যাটফর্মে পরিণত না হয়, তা নিশ্চিত করতে হবে।”