হিরো আলমকে নিয়ে কড়া সমালোচনায় তসলিমা নাসরিন

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম (Hero Alom) ও তার স্ত্রী রিয়ামনির পারিবারিক কলহকে কেন্দ্র করে মন্তব্য করে বিতর্কে জড়ালেন প্রবাসী লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin)। তিনি হিরো আলমের আচরণকে “চরম পুরুষতান্ত্রিক” এবং “নারীবিদ্বেষী” হিসেবে আখ্যা দিয়েছেন।

“আমি ভুল ভেবেছিলাম”—তসলিমা

সোমবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তসলিমা লেখেন, ‘‘মাঝে মাঝে ভাবি রিয়ামনির মতো স্মার্ট মেয়ে কী কারণে হিরো আলমের মতো একজনকে বিয়ে করেছিল!’’ তিনি ধারণা করেছিলেন, হিরো আলম হয়তো নারীকে সম্মান করতে জানেন। কিন্তু রিয়ামনির সঙ্গে তার সাম্প্রতিক আচরণ দেখে সেই ধারণা ভেঙে গেছে বলে মন্তব্য করেন তিনি।

“পুরুষতান্ত্রিকতা আর নারীবিদ্বেষের নজির”

পোস্টে তসলিমা উল্লেখ করেন, হিরো আলম যেভাবে স্ত্রীকে ‘নোংরা ভাষায় হেয়’ করেছেন এবং ‘হিংস্র আক্রমণ’ চালিয়েছেন, তা কট্টর পুরুষতান্ত্রিক মানসিকতা ছাড়া সম্ভব নয়। তিনি বলেন, “স্ত্রী ঘরের বাইরে গেছেন, ভিডিও বানিয়েছেন, শ্বশুরের পাশে হাসপাতালে যাননি—এসব কারণেই হিরো আলম জানিয়েছেন, তিনি এমন স্ত্রী চান না।”

“স্ত্রীকে ক্রীতদাসী ভাবার শিক্ষা ছড়াচ্ছেন হিরো আলম”

তসলিমা তার পোস্টে আরও লেখেন, “হিরো আলম এমন এক ধারণা প্রতিষ্ঠা করতে চাচ্ছেন যে, স্ত্রী কেবল স্বামীর সেবা-যত্নে নিযুক্ত থাকবে, নিজস্ব স্বাধীনতা থাকবে না। স্বামী পরকীয়া করলেও স্ত্রীর নীরব থাকা উচিত—এই চরম ভুল বার্তা দিচ্ছেন তিনি।”

রিয়ামনির প্রতি সমর্থন

পোস্টের শেষে তসলিমা রিয়ামনিকে উদ্দেশ করে লেখেন, “এই নোংরা নারীবিদ্বেষী সমাজে পাছে লোকে কিছু বলবে—সেই ভয় না করে নিজের পরিচয়ে মাথা উঁচু করে দাঁড়াও।”

বিতর্কিত মন্তব্যে সরব তসলিমা

উল্লেখ্য, তসলিমা নাসরিন বিভিন্ন সময় বাংলাদেশ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করেছেন। সরকারের শীর্ষ পর্যায়, সামাজিক রীতিনীতি, ধর্মীয় মূল্যবোধসহ বিভিন্ন বিষয়ে তিনি মন্তব্য করে থাকেন, যা অনেক সময় বিভ্রান্তি ও গুজব ছড়ানোর অভিযোগে সমালোচিত হয়।