ক্যানুলার ছবি ঘিরে উদ্বেগ, ববিতা জানালেন—ভালো আছেন

প্রখ্যাত অভিনেত্রী ববিতা (Babita) বর্তমানে দেশে ফিরেই বিশ্রামে আছেন এবং ভালো আছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠজনেরা। সোমবার (২১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যানুলা লাগানো একটি হাতের ছবি পোস্ট হওয়ায় তার ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তবে জানা গেছে, এটি কোনো গুরুতর অসুস্থতার লক্ষণ নয়।

ভক্তদের উদ্বেগ

সোমবার ‘ফরিদা আক্তার ববিতা (পপি)’ নামের একটি ফেসবুক আইডি থেকে একটি ছবি পোস্ট করা হয়, যেখানে ক্যানুলা লাগানো একটি হাত দেখা যায়। ক্যাপশনে লেখা ছিল, ‘এবার দেশে এসে, বেশির ভাগ সময় ঘরবন্দি হয়ে পড়েছি। তাই অসুস্থতা পিছু ছাড়ছে না।’ এই পোস্ট দেখে অনেকেই ধারণা করেন, বরেণ্য এই অভিনেত্রী হয়তো গুরুতর অসুস্থ।

মুখপাত্রের আশ্বাস: ববিতা সুস্থ আছেন

বিষয়টি জানার পর ববিতার একজন মুখপাত্র জানান, ‘ববিতা ভালো আছেন। সামান্য অসুস্থতা হয়েছিল, তাই ক্যানুলা বসানো হয়েছিল। তবে এখন তিনি বিশ্রামে আছেন এবং ধীরে ধীরে সুস্থ হচ্ছেন।’

পারিবারিক জীবনেই এখন মনোযোগ

ববিতা বর্তমানে চলচ্চিত্র থেকে অবসর নিয়েছেন এবং পারিবারিক জীবন যাপন করছেন। কিছু দিন আগে তিনি কানাডা থেকে দেশে ফিরেছেন। তার একমাত্র ছেলে অনিক কানাডায় পড়াশোনা শেষ করে সেখানেই চাকরি করছেন। ছেলের সঙ্গে সময় কাটাতে তিনি প্রতিবছর একটি নির্দিষ্ট সময় কানাডায় থাকেন এবং বাকিটা সময় দেশে অবস্থান করেন।

কিংবদন্তি ক্যারিয়ার

১৯৬৮ সালে ‘সংসার’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন ববিতা। পরবর্তীতে তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আটবার। সেইসাথে পেয়েছেন অসংখ্য সম্মাননা ও জনপ্রিয়তা।