বিরতি দিয়ে প্রধানমন্ত্রী পদে দুই মেয়াদের বেশি থাকার প্রস্তাব বিএনপির

বিএনপি (BNP) চায় বিরতি দিয়ে প্রধানমন্ত্রী পদে দুই মেয়াদের বেশি থাকার সুযোগ। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ (Salahuddin Ahmed) এ কথা জানিয়েছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিএনপির অবস্থান: টানা নয়, তবে বিরতির পর পুনর্নির্বাচনের সুযোগ

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা প্রস্তাব করেছি—একজন ব্যক্তি টানা দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকলেও, একটি মেয়াদ বিরতি দিয়ে আবার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকতে হবে।’

তিনি জানান, বিএনপির এই প্রস্তাবের পর ঐকমত্য কমিশন নতুন একটি প্রস্তাব দিয়েছে, যা তারা এখনই প্রকাশ করছে না। প্রস্তাবটি আগে দলের ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি ও নির্বাচন পদ্ধতিতে নতুন প্রস্তাব

বিএনপি আরও প্রস্তাব করেছে, সংবিধানের ৪৮(৩) অনুচ্ছেদের পর রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির জন্য নতুন একটি অনুচ্ছেদ যুক্ত করা হোক। সালাহউদ্দিন বলেন, ‘এটি পরবর্তীতে সংসদে আলোচনার মাধ্যমে চূড়ান্ত হবে।’ এছাড়া রাষ্ট্রপতিকে সংসদের উভয় কক্ষের ভোটে নির্বাচিত করার কমিশনের প্রস্তাবেও তারা একমত পোষণ করেছেন।

দলপ্রধান ও সরকারপ্রধান নিয়ে বিএনপির ভিন্নমত

ঐকমত্য কমিশন এক ব্যক্তির সরকারপ্রধান, দলপ্রধান ও সংসদ নেতা হওয়াকে সমর্থন করে না। তবে বিএনপি এতে একমত নয়। সালাহউদ্দিন বলেন, ‘আমরা চাই বিষয়টি উন্মুক্ত থাকুক। কারণ এমন কোনো বাধ্যবাধকতা অনেক দেশে নেই।’

ধর্মনিরপেক্ষতা নয়, সাম্য-মানবিক মর্যাদা-সামাজিক সুবিচারে বিএনপির সমর্থন

সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। সালাহউদ্দিন বলেন, ‘ধর্মনিরপেক্ষতা কিংবা বহুত্ববাদ নেই সেখানে।’ তবে স্বাধীনতার ঘোষণাপত্রে থাকা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের মূল্যবোধ অন্তর্ভুক্ত করতে কমিশনের আহ্বানে বিএনপি একমত হয়েছে।

ইন্টারনেট প্রাপ্তির অধিকারেও একমত বিএনপি

ইন্টারনেটকে জনগণের মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠার প্রস্তাবেও একমত বিএনপি। সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘এটা ইতোমধ্যেই আছে, এখন শুধু নিশ্চিত করতে হবে রাষ্ট্র যেন ইচ্ছামতো ইন্টারনেট বন্ধ করতে না পারে।’

তিনি জানান, জাতীয় ঐকমত্য কমিশনের অধিকাংশ প্রস্তাবের সঙ্গে বিএনপি একমত হয়েছে। কিছু বিষয়ে আরও আলোচনা ও বিশ্লেষণ প্রয়োজন রয়েছে।