ড. ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপি নেতার প্রশ্ন: “বিএনপিকে কার কথায় হিংসা করছেন?”

বিএনপি (BNP) চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক প্রশ্ন রেখেছেন, “বিএনপিকে কার কথায় হিংসা করছেন, ড. ইউনূস?” তিনি বলেন, যাদের আন্দোলনের জেরে আপনি এখন সরকারে, সেই বিএনপির সঙ্গে হিংসার সম্পর্ক কেন?

মঙ্গলবার (২২ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাব-এর মাওলানা আকরম খাঁ হলে জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা এবং গুম-খুন-অপহরণবিরোধী প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. ইউনূসকে সতর্ক থাকার আহ্বান

ফারুক বলেন, “ড. মুহাম্মদ ইউনূস আপনি গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ইতিহাস গড়েছেন, নোবেল পুরস্কার পেয়েছেন। কিন্তু সেই নোবেল নিয়েও হাসিনা কটূক্তি করেছেন, আদালতে হাজির করিয়েছেন। এখন আপনি যে সরকারের প্রধান উপদেষ্টা, সেখানে আওয়ামী লীগের কিছু দোসর রয়েছে—তাদের থেকে সতর্ক থাকুন।”

তিনি আরও বলেন, “অবিলম্বে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন করুন। চলমান প্রক্রিয়া ব্যাহত করতে একটি চক্র তৎপর, সেটি আওয়ামী লীগ।”

শেখ হাসিনার উদ্দেশে অভিযোগের তোপ

ফারুক বলেন, “আপনি খালেদা জিয়াকে হিংসা করে জেলে পাঠিয়েছেন। কোকোকে বিদেশে মেরে ফেলেছেন। জিয়াউর রহমানকে ১৫ দিনের মাথায় হত্যার পেছনেও আপনার ভূমিকাকে অস্বীকার করা যায় না।”

তিনি আরও বলেন, “টিউলিপ সিদ্দিক বলেছেন, তিনি বাংলাদেশি নন। তাহলে শেখ হাসিনা কিভাবে তাকে জাতীয় পরিচয়পত্র, জমি বরাদ্দ ও নাগরিক অধিকার দিয়েছেন? এসবই আপনার স্বজনপ্রীতির প্রমাণ। ইতিহাসে আপনার দুর্নীতি ও পক্ষপাতিত্ব ‘স্বর্ণাক্ষরে’ লেখা থাকবে।”

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী নবীন দল-এর সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদার। সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু এবং দলের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।