বাংলাদেশে নির্বাচনের আগে প্রেসিডেনশিয়াল ডিবেট প্রয়োজন: ইশরাক হোসেন

বাংলাদেশে আমেরিকার মতো নির্বাচনের আগে প্রেসিডেনশিয়াল ডিবেট আয়োজনের আহ্বান জানিয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়-এ অনুষ্ঠিত জাতীয় বিতর্ক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মত দেন।

যুক্তিভিত্তিক রাজনীতির পক্ষে বক্তব্য

বিএনপির নির্বাহী কমিটির এই সদস্য বলেন, “নির্বাচনের আগে প্রার্থীদের যুক্তিতর্ক শুনে মানুষ যেন সিদ্ধান্ত নিতে পারে—এজন্য প্রেসিডেনশিয়াল ডিবেট হওয়া প্রয়োজন। এতে রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তন ঘটবে এবং হানাহানির রাজনীতির অবসান হবে।” তিনি আরও বলেন, “তরুণরাই দেশের ভবিষ্যৎ কান্ডারি। তাদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়বে।”

উৎসবের উদ্বোধন ও অতিথিদের বক্তব্য

জাতীয় বিতর্ক উৎসবের উদ্বোধন করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার ড. লিও জেমস পেরেরা। কিরণ বলেন, “জুলাই অভ্যুত্থানের পর তরুণদের ওপর দেশের মানুষের আস্থা আরও বেড়েছে। কোনো অপশক্তি যেন এই বিপ্লবকে ব্যর্থ করতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

তিনি আরও বলেন, “গণতন্ত্রের অভিযাত্রায় যারা ভবিষ্যতে সরকার পরিচালনায় আসবেন, তাদের অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে হবে। বর্তমান অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে নির্বাচনের পথনকশা তৈরি করাই এখন সময়ের দাবি।”

তরুণদের উদ্দেশে বার্তা

ইশরাক হোসেন বলেন, “আমাদের লক্ষ্য হবে এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে শিক্ষার্থীদের রাস্তায় নামতে না হয়। রাজনৈতিক সিদ্ধান্ত হবে যুক্তির ভিত্তিতে, বিতর্কের মাধ্যমে। এর মাধ্যমেই আমরা আধুনিক, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে পারব।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ ব্রাদার নিপু হিউবার্ট রোজারিও সিএসসি এবং যোসেফাইট ডিবেটিং ক্লাবের প্রধান মডারেটর ড. মোহাম্মদ হুমায়ুন করিব।

জাতীয় বিতর্ক উৎসবে এবার দেশের ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৮টি বিতর্ক দল অংশগ্রহণ করছে।