বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের দাবি: উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহান বেগমের পদত্যাগ

বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম সরকারকে ধন্যবাদ জানিয়েছে দুর্নীতির অভিযোগে দুই এপিএসকে অব্যাহতি দেওয়ায় এবং একইসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ ([Asif Mahmud]) ও নূরজাহান বেগম ([Nurjahan Begum])-এর পদত্যাগ দাবি করেছে।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কর্মচারী ঐক্য ফোরাম জানিয়েছে, এপিএস মোয়াজ্জেম হোসেন ও পিও তুহিন ফারাবির বিরুদ্ধে তদবির বাণিজ্য, বদলি, পদোন্নতি এবং টেন্ডার লেনদেনের অভিযোগ রয়েছে। বিশেষ করে মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে প্রায় চার শত কোটি টাকা অর্জনের অভিযোগ ওঠেছে।

সংগঠনের দাবি, এই দুর্নীতির পেছনে উচ্চপর্যায়ের আশ্রয়-প্রশ্রয় ছিল বলেই এসব অনিয়ম সংঘটিত হয়েছে। ফলে সংশ্লিষ্ট দুই উপদেষ্টার নৈতিক দায় এড়ানো সম্ভব নয়। বিবৃতিতে বলা হয়, দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের উর্ধ্বতনদেরও দায় নিতে হবে এবং নিজেদের অক্ষমতা স্বীকার করে অবিলম্বে পদত্যাগ করতে হবে।

এর আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ([Anti-Corruption Commission]) দুজন এপিএসের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে বলে জানায়। গত বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে ব্রিফিংয়ে সংস্থার মুখপাত্র মো. আক্তার হোসেন এই তথ্য জানান।

উল্লেখ্য, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পিও তুহিন ফারাবিকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।