আলোচনা ও শান্তির মাধ্যমে ভারত-পাকিস্তান সমস্যা সমাধানে আগ্রহী বাংলাদেশ

আলাপ-আলোচনার মাধ্যমে ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে বাংলাদেশের অবস্থান স্পষ্ট বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ([Md Touhid Hossain])। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, দুই বন্ধুপ্রতিম দেশ চাইলে বাংলাদেশ মধ্যস্থতার ভূমিকা রাখতে পারে, তবে আগ বাড়িয়ে কিছু করবে না ঢাকা।

তিনি জানান, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শান্তি চায় এবং ভারত-পাকিস্তানের সমস্যা সমাধান নিজ উদ্যোগেই দেখতে চায়। তবে সহায়তার অনুরোধ এলে বাংলাদেশ বিবেচনা করবে। ইতোমধ্যে ইরান ([Iran]) ও সৌদি আরব ([Saudi Arabia]) মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

চলমান উত্তেজনার বাংলাদেশে সরাসরি কোনো প্রভাব পড়ার আশঙ্কা নেই বলেও জানান উপদেষ্টা। তবে ব্যবসা-বাণিজ্যে কিছু প্রভাব পড়তে পারে। বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে প্রয়োজনে আমদানি কার্যক্রম চালু রাখা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ-ভারত সীমান্তে বাড়তি নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে এখনো নির্দিষ্ট কোনো তথ্য মন্ত্রণালয়ের কাছে নেই বলে জানান মো. তৌহিদ হোসেন।