সীমান্ত এলাকা দিয়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ ([Awami-League]) নেতাদের বিষয়ে চাঞ্চল্যকর প্রশ্ন তুলেছেন সাংবাদিক খালেদ মুহিউদ্দীন ([Khaled-Muhyiddin])। তার উপস্থাপনায় সম্প্রচারিত ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দিন’ অনুষ্ঠানে আলোচনায় উঠে আসে, পালিয়ে যাওয়া নেতারা নাকি বিএনপি ([BNP]) নেতাদের টাকা দিয়ে সীমান্ত পার হয়েছেন।
অনুষ্ঠানে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল ([Azizul-Bari-Helal]) বলেন, “আমরা প্রথম থেকেই প্রশ্ন তুলেছি, আওয়ামী লীগের এসব নেতা কীভাবে পালালো?”
খালেদ মুহিউদ্দীন জানতে চান, খুলনা ও সাতক্ষীরা সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়া নেতারা বিএনপির স্থানীয় নেতাদের টাকা দিয়েছেন কিনা। উত্তরে আজিজুল বারী হেলাল বলেন, “যদি এমন কিছু হয়ে থাকে, তাহলে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন? আসলে সরকার চায় আমাদের মধ্যে অনৈক্য ও ভুল বোঝাবুঝি তৈরি করে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে।”
এ আলোচনায় সরকার পক্ষের নীরবতা নিয়েও প্রশ্ন তোলা হয়। পুরো ঘটনার তদন্ত দাবি করেছেন বিএনপি নেতারা।
সূত্র: Facebook Reel