আদালতের রায়ে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ

আদালতের রায়ের আলোকে ইশরাক হোসেন ([Ishraq-Hossain]) কে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ([Dhaka-South-City-Corporation]) মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন ([Election-Commission])। আজ রবিবার রাতে এই গেজেট নির্বাচন কমিশনের সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দক্ষিণ সিটির নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস ([Sheikh-Fazle-Noor-Tapos]) বিজয়ী হন এবং তৎকালীন গেজেটে তাকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়। এরপর ইশরাক হোসেন ফলাফল চ্যালেঞ্জ করে ২০২০ সালের ৩ মার্চ নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেন। মামলায় বিবাদী করা হয় শেখ ফজলে নূর তাপস সহ প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কর্মকর্তাকে।

গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল মামলার রায়ে ইশরাকের পক্ষে রায় দিয়ে তৎকালীন নির্বাচনের ফলাফল বাতিল করেন এবং ইশরাক হোসেন কে বৈধ মেয়র ঘোষণা করেন। সেই রায় অনুযায়ী আজ আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করা হলো।

ইশরাক হোসেন প্রয়াত বিএনপি নেতা ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা ([Sadeq-Hossain-Khoka]) এর সন্তান।