রাষ্ট্র সংস্কারে একমত নয় রাজনৈতিক দলগুলো, সময়মতো নির্বাচন সম্ভব বলছে বিএনপি

জাতীয় ঐকমত্য কমিশন (National Consensus Commission) রাষ্ট্র সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ চালিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো একটি প্রস্তাবেও শতভাগ ঐকমত্য গড়ে উঠেনি। সংলাপের প্রথম পর্বে ২০টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে রয়েছে বিএনপি (BNP), জামায়াত (Jamaat), ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) (National Citizen Party)।

১৬৬টি সংস্কার প্রস্তাব নিয়ে চলছে মতামত যাচাই

অন্তর্বর্তী সরকার গঠনের পর ১১টি কমিশনের সুপারিশ সংবলিত ১৬৬টি সংস্কার প্রস্তাব রাজনৈতিক দলগুলোকে দেওয়া হয়। দলগুলোর লিখিত মতামত গ্রহণের পর এখন সরাসরি আলোচনা চলছে।

ড. বদিউল আলম মজুমদার (Badiul Alam Majumdar) জানান, প্রাথমিক পর্যায়ে কিছু বিষয়ে সম্মতি মিললেও বিস্তারিত আলোচনায় মতপার্থক্য দেখা দিচ্ছে।

দ্বিমত ও প্রস্তাবনায় বৈচিত্র্য

  • এনসিপি: এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না।
  • বিএনপি: টানা দুইবার নয়, গ্যাপ দিয়ে পুনরায় প্রধানমন্ত্রী হওয়া যাবে।
  • রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য প্রসঙ্গে বিএনপি বলছে, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো যেতে পারে।
  • দ্বিকক্ষ সংসদে জামায়াত চাইছে ‘আনুপাতিক ভোট’, তবে বিএনপি এতে দ্বিমত পোষণ করেছে।

নির্বাচনের আগে ‘জাতীয় সনদ’ প্রস্তুতির দাবি

আমীর খসরু মাহমুদ চৌধুরী (Amir Khasru Mahmud Chowdhury) বলেছেন, “যেসব প্রস্তাবে ঐকমত্য হয়েছে, সেগুলো টেবিল আকারে প্রকাশ করা উচিত। এতে খুব বেশি সময় লাগবে না। এরপর ‘জাতীয় সনদ’ তৈরি করে নির্বাচনের ঘোষণা দেওয়া সম্ভব।”

কমিশনের বৈঠক ও ইউনূসের দিকনির্দেশনা

সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus)র সভাপতিত্বে কমিশনের একটি বৈঠক হয়। সেখানে প্রফেসর আলী রীয়াজ (Ali Riaz) রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার অগ্রগতি তুলে ধরেন।

বৈঠকে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান শুভ্র, বিশেষ সহকারী মনির হায়দার, ড. ইফতেখারুজ্জামান, বিচারপতি এমদাদুল হক ও সফর রাজ হোসেন।