নারী বিষয়ক সংস্কার কমিশন–এর প্রস্তাবকে ইসলামবিরোধী ও জনবিচ্ছিন্ন বলে আখ্যায়িত করে এই কমিশন অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় আলেম, ইসলামি চিন্তাবিদ ও রাজনৈতিক নেতৃবৃন্দ। বুধবার (৩০ এপ্রিল) জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত “নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলাম ফোবিয়া : করণীয়” শীর্ষক সেমিনারে এ দাবি জানানো হয়।
ইসলামবিদ্বেষ ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ
বক্তারা বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশমালা দেশের ধর্মীয় বিশ্বাস, ঐতিহ্য ও সামাজিক মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী। তারা অভিযোগ করেন, এই প্রস্তাবগুলো পশ্চিমা মতবাদ দ্বারা অনুপ্রাণিত এবং ইসলামের ধর্মীয় নীতির বিরুদ্ধে গিয়ে নারীদের জন্য অভিশপ্ত জীবনকে বৈধতা দেওয়ার প্রচেষ্টা।
বিশেষভাবে যৌন পেশাকে স্বীকৃতি দেওয়া, ধর্মভিত্তিক পারিবারিক আইন বাতিল করে ধর্মহীন আইন চাপিয়ে দেওয়ার মতো সুপারিশগুলো দেশের ধর্মবিশ্বাসী মানুষদের মধ্যে উত্তেজনা ছড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।
নতুন কমিশন গঠনের আহ্বান
সেমিনারে সর্বসম্মতিক্রমে চারটি দাবি উত্থাপন করা হয়:
১. বিতর্কিত প্রস্তাবসমূহ অবিলম্বে প্রত্যাহার
২. নারী বিষয়ক সংস্কার কমিশন সরকারিভাবে বাতিল
৩. নতুন কমিশনে দীনদার, শিক্ষিত, দেশীয় চিন্তায় বিশ্বাসী নারীদের অন্তর্ভুক্তি
৪. প্রস্তাবনার ভিত্তি কুরআন-সুন্নাহ, সংবিধান ও সামাজিক বাস্তবতা
বক্তাদের বক্তব্য ও উপস্থিতি
সেমিনারে সভাপতিত্ব করেন মাওলানা নুরুল হুদা ফয়েজি। বক্তব্য রাখেন—
– ডা. শফিকুর রহমান, জামায়াতে ইসলামীর আমির
– মুফতি সৈয়দ রেজাউল করীম, ইসলামী আন্দোলন-এর আমির
– মাওলানা মামুনুল হক, বাংলাদেশ খেলাফত মজলিস-এর আমির
– মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব
– মুজিবুর রহমান মঞ্জু, এবি পার্টির চেয়ারম্যান
– ড. আহমদ আব্দুল কাদের, খেলাফত মজলিস-এর মহাসচিব
– মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী, ইসলামী ঐক্যজোট-এর মহাসচিব
– নুরুল হক নুর, গণ অধিকার পরিষদ-এর সভাপতি
– মাওলানা ইউনুছ আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের-এর মহাসচিব
– মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব
– মাওলানা আশরাফ মাহদি, এনসিপি-এর যুগ্ম আহ্বায়ক
– মাওলানা রুহুল আমীন সাদি (সাইমুম সাদী)
– মুফতি সাকিবুল ইসলাম কাসেমি, জামেয়া ইসলামিয়া কুতুবখালির মুহতামিম
– আরিফুল ইসলাম অপু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক
– মুফতি আবু মুহাম্মাদ রাহমানি
– মুফতী লুতফুর রহমান ফারায়েজি
– আব্দুল বাসিত আল হাসসানি
– মাওলানা হানজালা
– আবদুল্লাহ বিন আব্দুর রাযযাক
– নুরুল ইসলাম বুলবুল
– মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী
– মুফতি আব্দুল্লাহ মাসুম