কারাগারে থেকেও বিআইডব্লিউটিএ’র টেন্ডার কাগজ কেটে আদালতে আনলেন হাজী সেলিম

ঢাকা (Dhaka)—কারাগারে থেকেও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (BIWTA)–এর জাহাজ টেন্ডার সংক্রান্ত একটি পত্রিকার বিজ্ঞপ্তির কাগজ কেটে আদালতে হাজির হন সাবেক সংসদ সদস্য হাজী সেলিম (Haji Selim)।

সোমবার (৫ মে) তাকে কারাগার থেকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত (Dhaka Metropolitan Magistrate Court)–এ হাজির করা হলে দেখা যায়, তার হাতে একটি পত্রিকার পৃষ্ঠা রয়েছে। কাগজটি তিনি তার আইনজীবী শ্রী প্রাণ নাথের কাছে হস্তান্তর করেন।

আইনজীবী জানান, ‘কারাগারে ডিভিশনপ্রাপ্ত হওয়ায় হাজী সেলিমকে পত্রিকা পড়তে দেওয়া হয়। পত্রিকা পড়তে গিয়েই তিনি বিআইডব্লিউটিএ’র একটি জাহাজ সংক্রান্ত টেন্ডার বিজ্ঞপ্তি চোখে পড়েন। যেহেতু তার নিজেরও জাহাজ রয়েছে, তাই তিনি তথ্য সংগ্রহের উদ্দেশ্যে পত্রিকার ওই অংশ কেটে আদালতে নিয়ে আসেন।’

এদিন সকাল ১০টা ১০ মিনিটে হাজী সেলিমকে আদালতের এজলাসে হাজির করা হয় এবং পরে তাকে আদালতের কাঠগড়ায় রাখা হয়। এসময় এক পুলিশ সদস্য তার হাত থেকে পত্রিকার পৃষ্ঠা নিতে গেলে তিনি চিৎকার করে ওঠেন। তখন তাকে শান্ত করার চেষ্টা করেন আইনজীবী। বাকশক্তিহীন হলেও তিনি পুলিশ সদস্যের উদ্দেশে উচ্চস্বরে প্রতিক্রিয়া জানাতে থাকেন। পরে পরিস্থিতি শান্ত হলে বিচারক পার্থ ভদ্র শাহবাগ থানার এক মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এরপর সকাল ১০টা ১৫ মিনিটে তাকে এজলাস থেকে নামিয়ে হাজতখানার দিকে নেওয়ার সময় ফের পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করেন হাজী সেলিম। এরপর ধীরে ধীরে তাকে নিচে নামিয়ে নেওয়া হয়। এ সময় তার মাথায় হেলমেট, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট এবং দুই হাত পিছমোড়া করে বাঁধা অবস্থায় ছিলেন তিনি।

উল্লেখ্য, গত বছরের ২ সেপ্টেম্বর পুরান ঢাকার বংশাল (Bangshal) এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর একাধিক মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সর্বশেষ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক শাহবাগ থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।