ভারতের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন (Md. Touhid Hossain)–এর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার (Mohammad Ishaq Dar)।
ভারতের একতরফা সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ
সোমবার (৫ মে) এই টেলিফোন আলাপ অনুষ্ঠিত হয়। এক্স (সাবেক টুইটার)–এ প্রকাশিত বার্তায় পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় (Pakistan Foreign Ministry) জানায়, ভারতের ‘ভিত্তিহীন’ অভিযোগ এবং সিন্ধু নদ পানি বণ্টন চুক্তির বিধান স্থগিত করার স্বেচ্ছাচারী পদক্ষেপের কারণে আঞ্চলিক উত্তেজনা বাড়ছে—এ বিষয়ে তৌহিদ হোসেনকে অবহিত করেন ইসহাক দার।
তৌহিদ হোসেন আঞ্চলিক স্থিতিশীলতা বিঘ্নিত হওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সংযম এবং কূটনৈতিক উত্তরণে জোর দেন।
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার
দুই দেশের প্রতিনিধি পরস্পরের সঙ্গে উচ্চপর্যায়ের যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং বাংলাদেশ (Bangladesh) ও পাকিস্তান (Pakistan)–এর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি তারা আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।
রাশিয়ার মধ্যস্থতা প্রস্তাব
এশিয়ার বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার ধারাবাহিকতায় এই ফোনালাপ হয়। এর আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ (Sergey Lavrov)–এর সঙ্গে কথা বলেন তৌহিদ হোসেন। সেখানে রাশিয়া ভারত–পাকিস্তান উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দেয়। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, কাশ্মীরের পেহেলগাম এলাকায় ২২ এপ্রিল সংঘটিত হামলার জেরে সৃষ্ট সংকটের রাজনৈতিক সমাধানে ভারত ও পাকিস্তান যদি সম্মত হয়, তবে রাশিয়া সহযোগিতায় প্রস্তুত।