যুদ্ধক্ষেত্রে প্রথমবারের মতো ফ্রান্সের তৈরি রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিত

যুদ্ধক্ষেত্রে প্রথমবারের মতো ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে দাবি করা হয়েছে। কাতার (Qatar)ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা (Al Jazeera)র অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের (Zulkarnaine Sayer) তাঁর ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

ফরাসি গোয়েন্দা কর্মকর্তার তথ্য

সায়ের জানান, সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে একজন উচ্চপদস্থ ফরাসি গোয়েন্দা কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, ভারতীয় বিমানবাহিনী (Indian Air Force) পরিচালিত একটি রাফায়েল যুদ্ধবিমান পাকিস্তান (Pakistan) ভূপাতিত করেছে। এটিই যুদ্ধক্ষেত্রে প্রথমবারের মতো ফ্রান্সের তৈরি রাফায়েল বিমান হারানোর ঘটনা।

সীমান্তে উত্তেজনা ও পাল্টা প্রতিক্রিয়া

গতকাল ভারতের পক্ষ থেকে পাকিস্তানের অভ্যন্তরে অন্তত পাঁচটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে তিনটি রাফায়েল রয়েছে। সায়ের তাঁর পোস্টে উল্লেখ করেন, ভারতীয় পক্ষ এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

বিতর্কিত তথ্যের উৎস

ফেসবুক পোস্টে সায়ের সিএনএন-এর একটি প্রতিবেদন শেয়ার করে এই তথ্য সামনে আনেন, যেখানে যুদ্ধক্ষেত্রে রাফায়েল ভূপাতিত হওয়ার ঘটনাকে ‘ঐতিহাসিক ক্ষতি’ হিসেবে উল্লেখ করা হয়। তবে এখনো আন্তর্জাতিক বা ভারতীয় কোনো নিরপেক্ষ সূত্র থেকে বিষয়টির আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়া যায়নি।