হামিদকে ছেড়ে দেওয়ার অভিযোগে দুই উপদেষ্টাকে তিন দিনের আলটিমেটাম দিল ইনকিলাব মঞ্চ

ইনকিলাব মঞ্চ (Inqilab Mancha)–এর মুখপাত্র শরিফ উসমান হাদি (Sharif Usman Hadi) সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে বিদেশে পালাতে সহায়তা করার অভিযোগে অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টাদের তিন দিনের আলটিমেটাম দিয়েছেন পদত্যাগের জন্য। বৃহস্পতিবার (৮ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ কথা বলেন তিনি।

সরাসরি ইঙ্গিত মাহফুজ ও আসিফের দিকে

উপদেষ্টা পরিষদের ছাত্র প্রতিনিধি হিসেবে আছেন মাহফুজ আলম (Mahfuz Alam) এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (Asif Mahmud Sajib Bhuiyan)। ধারণা করা হচ্ছে, তাদের উদ্দেশ্য করেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র এই দাবি তোলেন। তিনি বলেন, ‘‘হামিদকে ছেড়ে দেওয়ার দায়ে পদত্যাগ করুন। না হলে আমরা ইন্টেরিমের বিরুদ্ধে আন্দোলনে নামবো।’’

এনসিপিরও একই দাবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) (National Citizen Party (NCP))–র যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন (Taznuva Jabin) একই দাবিতে ফেসবুক পোস্ট দেন। তিনি লিখেন, মাহফুজ ও আসিফের আর সরকারের অংশ হওয়া উচিত নয়। তারা যেন সরে এসে আবার রাজপথে জনগণের পাশে দাঁড়ান।

আবদুল হামিদের দেশত্যাগ ঘিরে ক্ষোভ

আবদুল হামিদ (Abdul Hamid) হত্যাকাণ্ড সংশ্লিষ্ট মামলার আসামি হওয়া সত্ত্বেও বুধবার (৭ মে) দিবাগত রাত ৩টা ৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (Shahjalal International Airport) থেকে থাইল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়েন। তার সঙ্গে ছিলেন ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ড. এএম নওশাদ। কোনো সংস্থার কাছে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ না থাকায় ইমিগ্রেশনের সবুজ সংকেত পেয়ে তিনি দেশ ছাড়েন।

সচিবালয় ঘেরাওয়ের ডাক

শরিফ উসমান হাদি বলেন, ‘‘হামিদরেও বিদেশে পাড় কইরা দেওয়া হইছে! বাকিরাও কয়দিন পর জেল থেকে বের হয়ে নির্বাচন করবে! আমরা কাফনের কাপড় পরে সচিবালয় ঘেরাওয়ের চূড়ান্ত ডাক দিচ্ছি।’’ তিনি আরও লেখেন, ‘‘আমরা বাঁইচা রইছি শহিদ হওয়ার জন্যই!’’

জুলাই অভ্যুত্থানের পটভূমি

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে পতন হয় আওয়ামী লীগ (Awami League) সরকারের। এরপর আত্মগোপনে চলে যায় দলের নেতাকর্মীরা। দীর্ঘদিন পর এবার পালিয়ে গেলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদও।