বিএনপি (BNP)’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী (Ruhul Kabir Rizvi) গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগের ক্লিন ইমেজধারী নেতাকর্মীরাও বিএনপির সদস্য হতে পারবেন। রিজভী দাবি করেন, এই সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
সংবাদ সম্মেলনে রিজভীর বক্তব্য
বৃহস্পতিবার বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, “আওয়ামী লীগের আমলেও যারা একসময় হয়তো আওয়ামী লীগ করতেন কিন্তু আওয়ামী লীগের দুঃশাসন, বর্বরতা, লুটপাট ও টাকা পাচার সমর্থন করেন না—তারা বহু আগেই দল থেকে সরে গেছেন। তারা বিএনপিতে আসতে চাইলে আমাদের আদর্শে বিশ্বাসী কিনা, সেটি যাচাই-বাছাই করে দেখা হবে।”
তিনি আরও বলেন, “আমরা চাই সমাজের সজ্জন, ভদ্র, সুনামধন্য মানুষ—যেমন শিক্ষক, ব্যাংকার, সরকারি কর্মকর্তা, কৃষক বা শ্রমিক—যারা জাতীয়তাবাদী চিন্তা লালন করেন, তারা যেন বিএনপির প্রাথমিক সদস্য হতে পারেন। তবে সন্ত্রাসী, দখলদার বা দুর্নীতিপরায়ণ কেউ যাতে দলে প্রবেশ করতে না পারে, সেদিকে কড়া নজর রাখা হবে।”
বিবৃতি ও প্রতিবাদ
বিএনপি’র সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন (Muhammad Munir Hossain) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, “রিজভীর বক্তব্য বিকৃত করে গণমাধ্যমে যা প্রকাশিত হয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
বিবৃতিতে আরও বলা হয়, “সঠিক বক্তব্য প্রকাশের জন্য আমরা গণমাধ্যমের প্রতি আহ্বান জানাচ্ছি।”