পাকিস্তান (Pakistan)-ভারত (India) সীমান্ত সংঘাত শুরুর পর ভারতে মুসলমানদের ওপর হামলার অভিযোগ তুলেছেন অনলাইন অ্যাকটিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য (Pinaki Bhattacharya)। আজ শনিবার (১০ মে) তিনি তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক (Facebook) পেজে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন।
হিন্দুত্ববাদীদের মুসলিমবিরোধী আচরণের অভিযোগ
পিনাকী বলেন, সম্প্রতি পাহালগাম (Pahalgam)-এ জঙ্গি হামলার পর ভারতে সব মুসলমানদেরকেই দায়ী করে তাদের ওপর নানা রকম নির্যাতন চালানো হয়েছে। নতুন করে পাকিস্তান-ভারত সীমান্ত লড়াই শুরুর পর সেই নির্যাতনের মাত্রা আরও বেড়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, উত্তর ভারতের প্রয়াগরাজ (Prayagraj)-এ পাকিস্তানের পতাকার সঙ্গে কোরআনের আয়াত লেখা কাগজ পায়ের নিচে ফেলে হিন্দুত্ববাদী সমর্থকেরা ইসলামকে অবমাননা করেছে।
প্রশ্ন তুললেন হিন্দুত্ববাদী মনোভাব নিয়ে
পিনাকী তার পোস্টে প্রশ্ন রাখেন, “ভারতের পাকিস্তানকে আক্রমণের পেছনেও কি হিন্দুত্ববাদীদের মুসলিমবিরোধী মানসিকতার কোনও ভূমিকা আছে? নাহলে পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে তারা কোরআনের অবমাননা করবে কেন?”