ক্ষমতাচ্যুত ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের (Awami League) সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগম (Momtaz Begum) এর গ্রেফতার নিয়ে সাংবাদিক মোস্তফা ফিরোজ (Mostofa Firoz) প্রতিক্রিয়া জানিয়েছেন তার ইউটিউব চ্যানেল ‘ভয়েস বাংলা’ (Voice Bangla)-এ। তিনি বলেছেন, “মমতাজের শিল্পীজীবন যতটা উজ্জ্বল, তার রাজনৈতিক জীবন ছিল ততটাই হতাশাজনক।”
‘চরম বিদ্যুৎ সংকটে সংসদে গান গেয়ে মাত করতেন মমতাজ’
মোস্তফা ফিরোজ বলেন, “সবচেয়ে দুঃখজনক সময় ছিল যখন দেশে চরম বিদ্যুৎ সংকট চলছিল, তখন সংসদে বসেই তিনি সাবেক প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে নানা গান গাইতেন—সংসদকেই যেন স্টেজ বানিয়ে ফেলেছিলেন।”
তিনি আরও বলেন, “মমতাজ বেগমের গ্রেফতার নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তিনি অনেকদিন লুকিয়ে ছিলেন, তবে ধারণা করা হচ্ছিল তিনি দেশেই ছিলেন। অবশেষে তিনি ধরা পড়লেন।”
‘একসময় কোকিলকণ্ঠী, এখন স্বৈরাচারের দোসর’
মোস্তফা ফিরোজ মন্তব্য করেন, “মমতাজকে একসময় কোকিলকণ্ঠী বলা হতো। সেই কণ্ঠ এখন স্বৈরাচারের দোসর হিসেবে গ্রেফতার হলো—এটাই সবচেয়ে দুঃখজনক। কোথায় সেই জনপ্রিয় শিল্পী, কোথায় সেই সঙ্গীতজীবন।”
উল্লেখ্য, সোমবার রাত পৌনে ১২টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) (Dhaka Metropolitan Detective Branch) রাজধানীর ধানমন্ডি (Dhanmondi) এলাকার স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে মমতাজ বেগম কে গ্রেফতার করে। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।