সংগীতশিল্পী ও সামাজিক সচেতনতার কণ্ঠস্বর ফারজানা ওয়াহিদ সায়ান (Farzana Wahid Sayan) সাম্প্রতিক সময়ের একাধিক সহিংস বক্তব্য ও স্লোগান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। মঙ্গলবার (১৩ মে) বিকেলে নিজের ফেসবুক পোস্টে তিনি এই বিষয়ে রাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকার দাবি জানিয়েছেন।
“ধরে ধরে জবাই কর”—এ কেমন দেশপ্রেম?
সায়ান লিখেছেন, “একটি মঞ্চে বলা হয়েছে ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জবাই কর’। এটা পৃথিবীর কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। এখানে তো সরাসরি হত্যার আহ্বান জানানো হচ্ছে। রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্তদের এই বিষয়গুলোকে দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচনা করা উচিত।”
তিনি বলেন, “২০১৩ সালে গণজাগরণ মঞ্চ (Gonojagoron Moncho) এর আন্দোলনেও আমরা এই ভাষা শুনেছি। কিন্তু সে সময়ও এ ভাষা আমাকে শিহরিত করেনি। বিচার চাওয়া আর জবাই করা এক জিনিস নয়।”
ঘৃণার রাজনীতি এবং রাষ্ট্রীয় নীরবতা
সায়ান বলেন, “কেউ কাউকে ‘বেশ্যা’ বলছেন, কেউ ‘দালাল’, কেউ আবার জবাই করার হুমকি দিচ্ছেন—এসব কীভাবে স্বাভাবিক হতে পারে? রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী কি এসব বক্তব্য দেখছে না?”
তিনি সরকারকে (Government) উদ্দেশ করে বলেন, “গায়েবি মামলা না দিয়ে বরং ‘violent ও offensive’ বক্তব্যের তালিকা করুন। আইনি কাঠামোর মাধ্যমে ঘৃণা চর্চা নিষিদ্ধ করুন।”
ঘৃণা নিয়ন্ত্রণ কমিশনের দাবি
সায়ান বলেন, “একটি ‘ঘৃণা নিয়ন্ত্রণ কমিশন’ এখন সময়ের দাবি। ঘৃণা চর্চা থেকেই বড় অপরাধের বৈধতা তৈরি হয়। এটা ছোট করে দেখবেন না।”
প্রতিশোধ নয়, বিচার চাই
তিনি বলেন, “গোলাম আযম (Ghulam Azam), নিজামী (Nizami) এরা আর কেউই বেঁচে নেই। হাসিনাও (Hasina) ফিরে এলে তারও বিচার হবে—এটাই বাংলাদেশ (Bangladesh) এর জনগণ নিশ্চিত করবে।”
সায়ান বলেন, “পাল্টাপাল্টি প্রতিশোধের রাজনীতি থেকে মুক্তি চাই। এভাবে গা ছেড়ে দিলে সমাজ পাল্টাবে না। আমাদের কাজ করতে হবে, ক্যাম্পেইন চালাতে হবে।”