[‘আঘাত যত শক্ত, প্রতিঘাত তত কঠিন’—ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের]

কাশ্মীর ইস্যুতে সাম্প্রতিক ভয়াবহ সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে প্রতিবেশী দেশ ভারত (India) ও পাকিস্তান (Pakistan)। তবে এই শান্তিপ্রক্রিয়ার মাঝেই সোমবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পাকিস্তানকে নতুন করে হুমকি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

তিনি বলেন, “যদি ভারতের ওপর আবার সন্ত্রাসী হামলা হয়, তাহলে সীমান্তে সন্ত্রাসীদের আস্তানায় আবারও হামলা চালানো হবে। পারমাণবিক হামলার ভয় দেখিয়ে কোনো লাভ হবে না।”

পাকিস্তানের পাল্টা হুঁশিয়ারি: প্রতিঘাত আরও কঠিন হবে

মোদি ঘোষণার একদিন পরই মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে হুঁশিয়ার করে বলে, “পাকিস্তানের ওপর ভবিষ্যতে যেকোনো ধরনের আগ্রাসনের কঠিন জবাব দেওয়া হবে। আঘাত যত শক্ত হবে, প্রতিঘাত তত কঠিন হবে।

বিবৃতিতে আরও বলা হয়, “মোদি সরকারের বক্তব্য উসকানিমূলক। যখন আন্তর্জাতিক সম্প্রদায় শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার চেষ্টা চালাচ্ছে, তখন এমন মন্তব্য উত্তেজনা বাড়ায়। পাকিস্তান যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু আক্রমণের জবাব দিতে প্রস্তুত।”

ভারত চালাবে আবার ‘অপারেশন সিঁদুর’? প্রশ্ন পাকিস্তানের

এদিকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার (Ishaq Dar) মোদিকে কটাক্ষ করে বলেন, “ভারত আঞ্চলিক আধিপত্য দেখাতে চাইলেও শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়েছে। পাইলটদের সাহস না থাকলে রাফাল দিয়েও কিছু হবে না।”

তিনি আরও বলেন, “এই মুহূর্তে পাকিস্তান আঞ্চলিকভাবে কৌশলগত সুবিধাজনক অবস্থানে রয়েছে। পাকিস্তানি সেনারা জানে কীভাবে দেশের সম্মান রক্ষা করতে হয়।”