গণঅধিকার পরিষদ (Gono Odhikar Parishad)–এর সভাপতি নুরুল হক নুর (Nurul Haque Nur) অভিযোগ করেছেন, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম (Chittagong Hill Tracts) এবং মিয়ানমারের রাখাইন (Rakhine) অঞ্চলে একটি খ্রিষ্টান রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র চলছে।
করিডর ব্যবহারে ‘বিপদের আশঙ্কা’
সম্প্রতি এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে নুরুল হক বলেন, ‘বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন, তাদের অনেকেই পশ্চিমা ও মার্কিন বলয়ের মানুষ। কক্সবাজার সীমান্ত ব্যবহার করে মিয়ানমারে মানবিক সহায়তা পাঠানোর নামে একটি করিডর গঠনের প্রক্রিয়া চলছে বলে আমরা শুনেছি।’
তিনি আরও বলেন, ‘এই করিডর যদি বাস্তবায়ন হয়, তবে তা ভয়াবহ বিপদের কারণ হতে পারে। কারণ আমরা অনেক দিন ধরেই শুনে আসছি, পার্বত্য চট্টগ্রাম ও রাখাইন এলাকা কিনে সেখানে একটি খ্রিষ্টান রাষ্ট্র গঠনের পরিকল্পনা রয়েছে।’
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিয়ে উদ্বেগ
নুরুল হক দাবি করেন, এই পরিকল্পনার মাধ্যমে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব চরমভাবে হুমকির মুখে পড়তে পারে। তিনি বলেন, ‘আমরা এই বিষয়টি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। সরকারের উচিত জনগণকে সম্পৃক্ত করে বিষয়টি নিয়ে খোলাখুলি আলোচনা করা।’
যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বলয়ের প্রভাবের অভিযোগ
সরকারের উপদেষ্টা পরিষদে থাকা ব্যক্তিদের নিয়ে নুর বলেন, ‘তারা অনেকেই যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন, যা দেশের স্বার্থের বিরুদ্ধে যেতে পারে।’