বান্দরবানের (Bandarban) লামা উপজেলা (Lama Upazila)তে আবুল খায়ের টোব্যাকো কোম্পানির (Abul Khair Tobacco Company) অফিসে সংঘটিত কোটি টাকার ডাকাতির ঘটনায় নতুন মোড় এসেছে। পুলিশ ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করেছে এবং আটককৃতদের দেয়া তথ্যমতে মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে বান্ডেল বান্ডেল টাকা।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ও শুক্রবার (১৬ মে) লামা ও পার্শ্ববর্তী কক্সবাজারের চকরিয়া (Chakaria, Cox’s Bazar) থেকে আটক করা হয় ডাকাত দলের সদস্যদের। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে চালানো পৃথক তিনটি অভিযানে উদ্ধার করা হয়েছে ২১ লাখ ১৭ হাজার ২০০ টাকা।
পাহাড় খুঁড়ে মিলল নগদ টাকা
লামা থানার (Lama Police Station) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, বৃহস্পতিবার প্রথমে লামা পৌরসভার ৬নং ওয়ার্ডের আব্দুর রহিমের কাছ থেকে ৫০ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। এরপর তার দেয়া তথ্য অনুযায়ী শুক্রবার সন্ধ্যা ৭টায় সাবেক বিলছড়ি সিলেটি পাড়ার ওয়াসির আলীর পাহাড়ে মাটি খুঁড়ে ২ লাখ ৬৭ হাজার টাকা এবং ওয়াসির আলীর ছেলে করিমের বাড়ি থেকে মাটি খুঁড়ে উদ্ধার করা হয় আরও ১৮ লাখ টাকা।
আন্তঃজেলা ডাকাত দলের সম্পৃক্ততা
পুলিশ জানায়, মো. করিম দক্ষিণ চট্টগ্রামের একটি আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম সক্রিয় সদস্য এবং তিনিই এই ডাকাতির মূল পরিকল্পনাকারী বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাপ্রবাহ ও মামলার বিবরণ
উল্লেখ্য, গত ৯ মে ভোররাতে দেশীয় অস্ত্রে সজ্জিত একদল অজ্ঞাত ডাকাত আবুল খায়ের টোব্যাকোর অফিসে ঢুকে স্টাফদের মারধর ও বেঁধে রেখে আলমারি থেকে ১ কোটি ৭২ লাখ ৭৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ঘটনায় ১০ মে লামা থানায় অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে মামলা হয়।
জানা যায়, ডাকাতরা প্রথমে অফিসের লোহার সিন্ধুক ভাঙার চেষ্টা করলেও ব্যর্থ হয়। সেই সিন্ধুকে আরও সাড়ে তিন কোটি টাকা ছিল বলে জানিয়েছে পুলিশ। ডাকাতির ঘটনাস্থল ছিল লামা লাইনঝিরি এলাকার তামাক ক্রয় কেন্দ্র সংলগ্ন দোকান প্লটে অবস্থিত অফিস ভবন।