অভিনেত্রী নুসরাত ফারিয়া (Nusrat Faria)–র নামে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় (Ministry of Home Affairs)–এর উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী (Jahangir Alam Chowdhury)।
সোমবার (১৯ মে) সচিবালয় (Secretariat)–এ এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “নুসরাত ফারিয়ার নামে তদন্ত চলছে। যদি নির্দোষ প্রমাণিত হন, তবে তাকে ছেড়ে দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “জুলাই মাসে ঘটে যাওয়া গণহত্যায় যারা প্রকৃত অপরাধী, তাদেরই যেন গ্রেপ্তার করা হয়—এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ যেন অহেতুক ভোগান্তির শিকার না হয়, সেটাও নিশ্চিত করতে বলা হয়েছে।”
ঈদ ও কোরবানির প্রস্তুতি নিয়ে নির্দেশনা
ব্রিফিংয়ে তিনি আরও জানান, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির গরুর গাড়ি কোনোভাবেই রাস্তায় নামতে পারবে না। আনসার বাহিনী (Ansar Force)–এর প্রতিটি হাটে ৭৫ জন করে সদস্য দায়িত্ব পালন করবেন।
তিনি বলেন, “প্রতিটি গাড়িকে সরাসরি হাটের মধ্যে প্রবেশ করতে হবে। ঈদের আগে এবং পরে তিনদিন বাল্ক যানবাহন (বৃহৎ আকারের পণ্যবাহী যান) চলাচল বন্ধ থাকবে, এমনকি রাতেও এসব যান চলবে না।”
শ্রমিকদের বেতন-বোনাস ও আন্দোলন প্রসঙ্গে বক্তব্য
গার্মেন্টস (Garments) খাতের শ্রমিকদের প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “এ মাসের মধ্যেই শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করতে হবে। আগামী ১ জুন থেকে ৩ জুনের মধ্যে সব মালিককে বেতন পরিশোধ করতে হবে।”
জনদুর্ভোগ প্রসঙ্গে তিনি বলেন, “কেউ যেন অযৌক্তিক দাবিতে রাস্তা বন্ধ করে মানুষের ভোগান্তির কারণ না হয়—এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”