থাইল্যান্ড যাওয়ার জন্য আবদুল হামিদের কাছ থেকে টাকা নিয়েছেন নুসরাত : ইলিয়াস হোসেনের দাবি

নুসরাত ফারিয়া (Nusrat Faria)-কে ঘিরে বিতর্কিত মন্তব্য করলেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন (Elias Hossain)। সোমবার (১৯ মে) দুপুরে এক ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে নুসরাত ফারিয়া নাকি এক ব্যক্তি আবদুল হামিদ (Abdul Hamid)-এর কাছ থেকে অগ্রিম টাকা নিয়েছেন।

ইলিয়াস হোসেন লেখেন, “নুশরাত আপা যে থাইল্যান্ড যাবার জন্যে হামিদ কাকার কাছ থেকে অ্যাডভান্স নিয়েছে, সেটা ফেরত দেবে কেডা?”

এই মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পোস্টটিতে ৪০ হাজারের বেশি রিয়্যাকশন এবং ৫৭২টি শেয়ার হয়েছে।

প্রসঙ্গত, চলমান বিতর্ক

নুসরাত ফারিয়াকে রোববার (১৮ মে) থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (Hazrat Shahjalal International Airport) থেকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ভাটারা থানা (Vatara Police Station) ও ডিবি (DB) কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

ইতোমধ্যেই ফারিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক (Sarah Farzana Haque)। তাঁর গ্রেপ্তারের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তীব্র আলোচনা ও সমালোচনা।