আপোষ না করায় বিদেশ যেতে পারেননি খালেদা জিয়া: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের (Awami League) সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (Obaidul Quader) জানিয়েছেন, বেগম খালেদা জিয়া (Khaleda Zia) আপোষ না করায় তিনি বিদেশ যেতে পারেননি। নাগরিক টিভির এডিটর ইন চিফের সঙ্গে এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

খালেদা জিয়ার ‘অপশনের’ অভাব

সাক্ষাৎকারে কাদের বলেন, “আমাদের নেত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) জীবন রক্ষার্থে দেশ ত্যাগ করেছিলেন। কারণ, সেদিন ছাত্র-জনতার পরিকল্পনাই ছিল তাঁকে হত্যার (Kill) করা।” তিনি যোগ করেন, “খালেদা জিয়া আপোষ করেননি, তাই তিনি বিদেশ যেতে পারেননি, যদিও তিনি অসুস্থ ছিলেন।”

আন্দোলনের সময় আত্মগোপন

২০০৫ সালের ৫ আগস্ট আন্দোলনের সময় নিজের অভিজ্ঞতা তুলে ধরে কাদের বলেন, “ছাত্ররাই আমাকে রক্ষা করেছে।” তিনি জানান, সে সময় কিছু সময়ের জন্য তাকে আত্মগোপনে থাকতে হয়েছিল।

গণতন্ত্র ও উন্নয়ন নিয়ে মন্তব্য

গণতন্ত্র ও উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “ভুল হলে স্বীকার করব। উন্নয়ন ও গণতন্ত্র একসঙ্গে চলতে পারে। আমরা আত্মসমালোচনায় বিশ্বাস করি এবং দলীয়ভাবে আলোচনা করি।”

২০১৮ সালের বহুল আলোচিত ‘রাতের ভোট’ ও ২০২৪ সালের নির্বাচন নিয়েও কাদের খোলামেলা মন্তব্য করেন। তিনি বলেন, “ভুল হলে স্বীকার করব। তবে আমরা দেশে ফিরে জনগণের মুখোমুখি হব।”

“গাটারে পড়েছি, তবে উঠে আসার আশা আছে”

সাক্ষাৎকারের একপর্যায়ে ওবায়দুল কাদের বলেন, “আমরা গাটারে পড়েছি, সেটা স্বীকার করি। তবে উঠে আসার আশা আছে। দেশের মাটিতে ফিরে, জনগণের সামনে থেকেই আমরা কাজ করব।”