স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

চব্বিশের জুলাই আন্দোলনের আদর্শ ও চেতনা স্মরণ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus) বলেছেন, “স্বৈরাচার যেন আর কখনো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

মঙ্গলবার (১ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

“ফ্যাসিবাদের বিলোপ ও জনগণের রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ চলছে”

প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, “চব্বিশের জুলাই আন্দোলনের মূল মর্মবাণী ছিল ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন। সেই লক্ষ্য সামনে রেখে বর্তমান অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে।”

তিনি বলেন, “এই আন্দোলনের মাধ্যমে দেশের সব শ্রেণির মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, তা যেন অটুট থাকে। ১৬ বছর পর আবার এমন আন্দোলনের প্রয়োজন না হয়, সেই চেতনা নিয়েই আমাদের অগ্রসর হতে হবে।”

শহীদদের স্মরণ ও নতুন শপথের আহ্বান

অনুষ্ঠানের শুরুতে জুলাই শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ইউনূস। তিনি বলেন, “আমাদের শিক্ষার্থীরা জীবন দিয়ে যে আন্দোলন করেছে, তা আমাদের মুক্তির স্বাদ এনে দিয়েছে। সেই ত্যাগ যেন বৃথা না যায়।”

তিনি বলেন, “রিকশাচালক, শ্রমিক, কিশোর থেকে শুরু করে সাধারণ জনতা—সবাই যেভাবে আন্দোলনে অংশ নিয়েছে, সেই উদ্দেশ্য বাস্তবায়নে আমরা আবারও শপথ নেব। জুলাই-আগস্ট মাসজুড়ে এই কর্মসূচির মধ্য দিয়ে সেই প্রতীকী দিনগুলোকে পুনরুজ্জীবিত করা হবে।”

গণজাগরণের মাস হিসেবে জুলাই

ড. ইউনূস আরও বলেন, “আমাদের সামনে পথ কঠিন হলেও, সম্ভাবনা আছে। সেই বিশ্বাস নিয়েই আমরা জুলাই মাসকে গণজাগরণের মাসে রূপান্তর করতে চাই।”

তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।