বিতর্কিত মন্তব্যের জেরে ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মিকে চাকরিচ্যুত করলো জনপ্রশাসন মন্ত্রণালয়

ফেসবুকে বিতর্কিত মন্তব্যের কারণে সাময়িক বরখাস্ত হওয়া লালমনিরহাট (Lalmonirhat) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি (Tapasi Tabassum Urmi)-কে চূড়ান্তভাবে চাকরি থেকে বরখাস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় (Ministry of Public Administration)।

বিভাগীয় মামলার প্রেক্ষিতে গুরুদণ্ড

বুধবার (২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে জানানো হয়, বিভাগীয় মামলায় তার বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’-এর ৩(খ) ধারায় ‘অসদাচরণ’-এর অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ‘চাকরি হতে বরখাস্তকরণ’ গুরুদণ্ড দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৩ সালের ৬ অক্টোবর তাপসী তাবাসসুম ঊর্মি নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য করেন। এতে তার বিরুদ্ধে ‘অসদাচরণ’-এর অভিযোগে বিভাগীয় মামলা হয়।

ব্যক্তিগত শুনানিতে অংশ না নিয়ে লিখিত জবাব

মামলার পর তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। তবে নিরাপত্তার কারণ দেখিয়ে তিনি ব্যক্তিগত শুনানিতে অংশগ্রহণ না করে লিখিত জবাব দেন। তার জবাব গ্রহণযোগ্য না হওয়ায় একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয় এবং তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হয়।

এরপর দ্বিতীয় দফায় আরেকটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তদন্ত প্রতিবেদন, জবাব, পারিপার্শ্বিকতা ও মামলার নথিপত্র পর্যালোচনার পর অভিযোগ নিশ্চিত হওয়ায় তাকে গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

বিতর্কিত স্ট্যাটাসের বিষয়বস্তু

২০২৩ সালের ৫ অক্টোবর নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন:
“সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ। কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।”