শ্বশুরের সঙ্গে মেহজাবীনের বন্ধুত্বের মুহূর্তে মুগ্ধ নেটিজেনরা

ঈদের পরবর্তী সময়ে শ্বশুরবাড়িতে সময় কাটানোর এক মিষ্টি মুহূর্তে ধরা পড়লেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী (Mehazabien Chowdhury) ও তার শ্বশুর। নির্মাতা আদনান আল রাজীব (Adnan Al Rajeev) এর ফেসবুক পোস্টে ‘বউ-শ্বশুরের বন্ধুত্ব’ ক্যাপশনসহ শেয়ার করা ছবিটি ইতোমধ্যে নেটিজেনদের ভালোবাসায় ভরে উঠেছে।

১৩ বছরের প্রেমের পর বিয়ে

দীর্ঘ ১৩ বছর প্রেমের পর চলতি বছরের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসেন মেহজাবীন ও রাজীব। ঢাকার অদূরের এক রিসোর্টে দুই পরিবারের সদস্য এবং শোবিজের পরিচিত মুখদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ঈদে রাজীবের বাড়িতে তারকাদের মিলনমেলা

বিয়ের পর প্রথম ঈদ উদযাপন করেছেন এই দম্পতি। ঈদের পর রাজীবের বাড়িতে শ্বশুরবাড়ির পরিবেশে একসাথে সময় কাটান মেহজাবীন ও তার বন্ধুরা। ছিলেন সংগীতশিল্পী এলিটা করিম (Elita Karim), অভিনেত্রী সাবিলা নূর (Sabila Nur) ও নির্মাতা আশফাক নিপুণ (Ashfaque Nipun)।

রাজীবের ক্যামেরায় ধরা পড়ে নানা ঘনিষ্ঠ ও প্রাণবন্ত মুহূর্ত। সাবিলা নূরের খুনসুটি, এলিটা করিম ও আশফাক নিপুণের হাসিমুখ, আর সবচেয়ে আলোচিত হয় মেহজাবীন ও তার শ্বশুরের একফ্রেমের সেই ছবি।

৯০ দশকের গ্ল্যামার ফিরিয়ে আনলেন রাজীব

রাজীব তার ক্যামেরায় ধারণ করা ছবিগুলো ৯০ দশকের স্টাইল অনুসরণে এডিট করে সামাজিক মাধ্যমে পোস্ট করেন। লাল শাড়িতে মেহজাবীন ও সাদা শাড়িতে সাবিলা নূরকে দেখা যায় ঐ ছবিগুলিতে। রাজীবের এই সৃজনশীল কাজ ভক্তদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়ায়।