প্রায় চার দশক পর নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী শাবানা আজমি (Shabana Azmi)। কিংবদন্তি গীতিকবি জাভেদ আখতার (Javed Akhtar)–কে বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিতর্কে তিনি অবশেষে বক্তব্য দিয়েছেন।
১৯৮৪ সালে জাভেদ আখতার অভিনেত্রী শাবানা আজমিকে বিয়ে করেন। কিন্তু তখনও তিনি ছিলেন চিত্রনাট্যকার হানি ইরানি (Honey Irani)–র স্বামী। যদিও ১৯৮৫ সালে হানি ও জাভেদের আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটে। ফলে বলিউডে শাবানার এই বিয়েকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনা হয়, এবং অনেকেই তাকে ‘অন্য নারীর অধিকার কেড়ে নেওয়ার’ অভিযোগে বিদ্রূপ করে।
‘আমি চুপ ছিলাম, কারণ ব্যাখ্যা আরও আঘাত দিতে পারত’
ফিল্মফেয়ার (Filmfare)–এর সঙ্গে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে শাবানা বলেন, “আমি নারীবাদী মডেল ছিলাম এবং এমন কিছু করেছিলাম যা অনেকের চোখে ব্যাখ্যাতীত ছিল। আমার মনে হয়, যারা নারীবাদী হিসেবে আমাকে অনুসরণ করতো, তাদের এটা অনুভব করার সম্পূর্ণ অধিকার ছিল।”
তিনি বলেন, “আমি চুপ ছিলাম কারণ মনে হয়েছিল ব্যাখ্যা দিতে গেলে বিষয়টি জড়িত মানুষদের জন্য আরও কষ্টদায়ক হবে। তখন চুপ থাকাটাই ছিল সবচেয়ে বিচক্ষণ সিদ্ধান্ত।”
‘আজ হানির সঙ্গে আমার সুস্থ সম্পর্ক রয়েছে’
শাবানা আরও জানান, “আজ হানির সঙ্গে আমার এত সুস্থ সম্পর্ক যে অনেকেই বিশ্বাস করতে চাইবে না। আমরা কেউ একে অপরকে অপমান করিনি, কাদা ছুড়িনি। এর কৃতিত্ব হানি, জাভেদ ও আমার।”
উল্লেখ্য, হানি ও জাভেদ আখতারের দুটি সন্তান— জোয়া আখতার (Zoya Akhtar) ও ফারহান আখতার (Farhan Akhtar)। শাবানা ও জাভেদের কোনও সন্তান নেই।