ছাত্র-জনতার গণআন্দোলনে পতনের পর পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের বিদেশে রাজনৈতিক কার্যক্রম চালাতে দেখা যাচ্ছে। সর্বশেষ, যুক্তরাজ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের ছেলের বিয়েতে একসঙ্গে অংশগ্রহণ ও ভুরিভোজে মিলিত হন দলটির সাবেক চার শীর্ষ নেতা।
বিয়ের অনুষ্ঠানে সাবেক মন্ত্রীদের উপস্থিতি
রোববার লন্ডনের ওটু এলাকায় অবস্থিত ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত বিয়ের অনুষ্ঠানে অংশ নেন—
– আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ
– সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুর রহমান
– সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী
– সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী
– এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট–৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব
বিদেশে রাজনীতির পুনরায় সক্রিয়তা
২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর এই প্রথমবার সাবেক চারজন মন্ত্রী-প্রতিমন্ত্রীকে একসঙ্গে কোনো অনুষ্ঠানে দেখা গেল। এর আগে বিচ্ছিন্নভাবে বিভিন্ন সময় লন্ডনে আবদুর রহমান, শফিকুর রহমান চৌধুরী, খালিদ মাহমুদ চৌধুরী ও হাছান মাহমুদকে জনসম্মুখে দেখা গেলেও একত্রিত হওয়াটা এই প্রথম।
নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ
সাবেক মন্ত্রীদের এই একত্রিত হওয়ার ঘটনায় যুক্তরাজ্য আওয়ামী লীগ-এর অনেক নেতাকর্মীর মধ্যে অসন্তোষ দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাজ্য যুবলীগ-এর এক নেতা বলেন, “দেশে লাখো নেতাকর্মী বিপদের মুখে, আর ওনারা পালিয়ে এসে এখানে বিয়ের দাওয়াতে মেতে উঠেছেন—এটা লজ্জার।”
ভারতে অবস্থান ও পুনর্গঠনের চেষ্টা
প্রতিবেশী দেশ ভারতে অবস্থান করছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ দলটির বহু শীর্ষ নেতা। সেখান থেকে দল পুনর্গঠনের চেষ্টা চলছে এবং বাংলাদেশে অবস্থানরত নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা পাঠানো হচ্ছে।
সম্প্রতি সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মিছিলও করেছে দলটির কর্মীরা।