জনপ্রিয় নাট্যনির্মাতা মাবরুর রশিদ বান্নাহ (Mabrur Rashid Bannah) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আলোচিত পোস্টে বাংলাদেশের বুদ্ধিজীবীদের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেছেন। পহেলা মে বিকেলে দেওয়া পোস্টে তিনি আহমদ ছফার বিভিন্ন লেখার উদ্ধৃতি দিয়ে বলেন, “আগে বুদ্ধিজীবীরা পাকিস্তানি ছিলেন, বিশ্বাসের কারণে নয়—প্রয়োজনে। এখন অধিকাংশ বাঙালি হয়েছেন—সেও ঠেলায় পড়ে।”
আহমদ ছফার উদ্ধৃতি দিয়ে বুদ্ধিজীবীদের সমালোচনা
বান্নাহ লিখেন, “আহমেদ ছফা ১৯৭২ সালে লিখেছেন, বুদ্ধিজীবীরা যা বলতেন, শুনলে বাংলাদেশ স্বাধীন হত না। এখন যা বলছেন, শুনলে বাংলাদেশের সমাজ কাঠামোর আমূল পরিবর্তন হবে না।”
তিনি আরও লেখেন, “বাংলাদেশের বুদ্ধিজীবীরা সারাজীবন যদি কোনো কিছুকে নির্দ্বিধায় বিশ্বাস করে থাকেন—সে বস্তুটির নাম সুবিধাবাদ।”
একদলীয় শাসনের বিরুদ্ধেও নীরবতা নিয়ে প্রশ্ন
পোস্টে বান্নাহ আহমদ ছফার ১৯৯৬ সালের লেখার উল্লেখ করে বলেন, “স্বাধীনতার শুরু থেকেই বুদ্ধিজীবীরা যদি একজোট হয়ে শেখ মুজিবের (Sheikh Mujib) অগণতান্ত্রিক একদলীয় শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতেন, তাহলে জাতিকে এতটা পশ্চাৎগামী হতে হতো না।”
তিনি যোগ করেন, “রাষ্ট্রযন্ত্রের অনাচার ও অবিচারের বিরুদ্ধে বুদ্ধিজীবীরা যদি চুপ থাকেন, সেই দেশের দুর্দশার শেষ থাকে না। বাংলাদেশ আজ ঠিক সেই অবস্থায় রয়েছে।”
বুদ্ধিজীবী বয়কটের আহ্বান
নিজস্ব মন্তব্যে বান্নাহ বলেন, “আমাদের এখনই সময় এসেছে বুদ্ধিজীবীদের বয়কট করার, অন্যথায় আরও ১০০ বছরেও এদেশের উন্নতি হবে না; বরং সামনে আরও কয়েকটি স্বৈরাচার/ফ্যাসিস্ট রেজিম আমাদের কপালে জুটবে।”