Tuesday , September 26 2023
Breaking News
Home / Countrywide / তবে কি মুরাদের কটূক্তি থেকে রেহাই পাননি মৌসুমীও

তবে কি মুরাদের কটূক্তি থেকে রেহাই পাননি মৌসুমীও

সম্প্রতি সংবাদ মাধ্যমের শিরোনামে রয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। কখনও নারী নেত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, আবার কখনও কর্মচারীদের সঙ্গে অশুভ আচরণ করে বেশ আলোচনায় জড়িয়েছেন তিনি। এমনকি অভিনয় শিল্পীরাও তার হাত রক্ষা পায়নি। আর এরই ধারাবাহিকতায় মাহিয়া মাহি ও ইমনের পর এবার এ তালিকায় নাম উঠলো চিত্রনায়িকা মৌসুমীরও। তাও একবার নয়, দুইবার!

বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়েছিলেন চলচ্চিত্রপ্রেমীরাও। তবে এটি সেভাবে প্রকাশ্যে আসেনি।

গত অক্টোবরের শেষ সপ্তাহে ‘স্বপ্নের রাজকুমার’ ছবির মহরত অনুষ্ঠানে মুরাদ হাসান বলেন, ‘‘কেয়ামত থেকে কেয়ামত’ অসাধারণ একটি ছবি। সুপার-ডুপার হিট। মৌসুমী এখনও অভিনয় করছেন। সবই ভালো, শুধু ওয়েটটা কমাতে হবে। ফিল্মে যারা অভিনয় করবেন, তাদের কাছে হাতজোড় করে অনুরোধ করছি, ওয়েটটার দিকে নজর রাখবেন।’’

গত ৩০ নভেম্বর ‘ময়ূরাক্ষী’ ছবির মহরত অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘এর আগে মৌসুমীকে নিয়ে কথা বলেছিলাম। অনেকেই মাইন্ড করেছেন। মৌসুমীকে টার্গেট করে বলেছি, তা তো নয়। আমি সবাইকে বলেছি। একজন নায়িকার ওয়েট কন্ট্রোল করতে হবে। নায়িকার ভূমিকায় কেউ যদি এমন ‘মোটাসোটা’ হয়, এতে বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ হয়।’’

এর আগে বিতর্কিত মন্তব্য করে দেশজুড়ে সমালোচনার মুখে পড়েন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। সর্বশেষ সামাজিক যোগাযোগমাধ্যমে চিত্রনায়িকা মাহির সঙ্গে তার ফোনালাপ ফাঁস হয়। অডিওতে শোনা যায়, তিনি মাহিকে উদ্দেশ করে ধর্ষণের হুমকি ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে তুলে নিয়ে আসার ধমকি দেন।

আর এরই জের ধরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাধ্য হয়েই আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) পদত্যাগ করেছেন ক্ষমতাসীন সরকারের আলোচিত এই মন্ত্রী। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে সবার কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।

About

Check Also

উড়ছে শকুন, যে কোনো সময় মানচিত্রে থাবা দেবে: শামীম ওসমান

নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান মাঝে মাঝে আলোচনায় উঠে আসেন। তিনি রাজনীতিতে দীর্ঘদিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *