‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে রাজধানীর বিমানবন্দর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে ঢাকা-১৮ আসনের আওতাভুক্ত কসাইবাড়ি থেকে বিমানবন্দর মহাসড়ক পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয়।
উত্তরা থেকে বিমানবন্দর পর্যন্ত কয়েক মিনিটের ঝটিকা মিছিল
সকাল সাড়ে ৬টার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টরের রেলগেট সংলগ্ন কসাইবাড়ি থেকে শুরু হয়ে বিমানবন্দর মহাসড়কে গিয়ে শেষ হয় এই বিক্ষোভ। মিছিলটি ছিল খুব সংক্ষিপ্ত, মাত্র দুই-তিন মিনিট স্থায়ী হয়। মিছিলটির নেতৃত্ব দেন উত্তরখান থানা আওয়ামী লীগ-এর সাধারণ সম্পাদক মিলন মিয়া।
মিছিলে ছিল নানা ধরনের স্লোগান
মিছিলের ব্যানারে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’—এই বার্তা বহন করা হয়। অংশগ্রহণকারীরা স্লোগান দেন, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘কে বলেরে মুজিব নাই, মুজিব সারা বাংলায়’, ‘এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি।
পুলিশের অবস্থান
বিমানবন্দর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার জানান, ঝটিকা মিছিলটি মাত্র দুই-তিন মিনিট স্থায়ী হয়েছিল। মিছিলকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানান তিনি।
র্যাবের প্রতিক্রিয়া
র্যাব-১-এর একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ঘটনাটি তাদের টহল এলাকার বাইরে, কাওলার একটি নির্জন এলাকায় ঘটেছে।
পাল্টা প্রতিক্রিয়া ও বিরোধী অবস্থান
আওয়ামী লীগ-এর মিছিলের পর ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ জোরালো প্রতিক্রিয়া ব্যক্ত করে। বিকেলে উত্তরা-র বিএনএস সেন্টারে ‘জুলাইয়ের যুদ্ধক্ষেত্র উত্তরার মাটিতে আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে’ আরেকটি বিক্ষোভ-মিছিল অনুষ্ঠিত হয়।