পলাতক এমপি-মন্ত্রীদের আইনের আওতায় আনা হবে: প্রেস সচিব শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম (Shafiqul Alam) বলেছেন, “যারা হত্যা ও দুর্নীতির মতো গুরুতর অপরাধ করে বিদেশে পালিয়ে গেছেন, তাদের দেশে ফিরিয়ে আনা হবে। পলাতক সব এমপি ও মন্ত্রীদের আইনের আওতায় আনা হবে।”

সোমবার (২১ এপ্রিল) ফরেন সার্ভিস একাডেমি (Foreign Service Academy)তে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কাতার সফর ও দ্বিপাক্ষিক সম্পর্ক

প্রেস সচিব জানান, চার দিনের সরকারি সফরে সোমবার সন্ধ্যায় কাতার যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus)।

এই সফরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি (Sheikh Tamim bin Hamad Al Thani)র সঙ্গে বৈঠকের সম্ভাবনার কথা জানিয়ে শফিকুল আলম বলেন, “বৈঠকে শ্রম বাজার সম্প্রসারণ, জ্বালানি খাত এবং ভিসা সহজীকরণ বিষয়ে আলোচনা হবে।”

আল-জাজিরায় সাক্ষাৎকার ও রোহিঙ্গা ইস্যু

কাতার সফরকালে আল-জাজিরা (Al Jazeera)র প্রধান কার্যালয়ে সাক্ষাৎকার দেবেন প্রধান উপদেষ্টা। এছাড়া কাতারে অনুষ্ঠিতব্য একটি আড়াই ঘণ্টার রোহিঙ্গা সেশনে অংশ নেবেন ড. ইউনূস। এতে রোহিঙ্গা সংকট সমাধানে অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে।

আর্থ সামিট-২০২৫-এ অংশ নিচ্ছেন ইউনূস

প্রেস ব্রিফিংয়ে উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার (Abul Kalam Azad Mozumder) জানান, কাতারের আমিরের আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন ইউনূস। তিনি কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠেয় ‘আর্থ সামিট ২০২৫’-এ অংশ নেবেন।