তিন সাংবাদিকের চাকরিচ্যুতির ঘটনায় সরকার বা সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী (Mostofa Sarwar Farooki) কোনোভাবেই যুক্ত নন বলে জানিয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন এবং সাংবাদিকদের কিছু মন্তব্যকে ‘ম্যাস মার্ডার ডিনায়ালের সূক্ষ্ম চেষ্টা’ হিসেবে অভিহিত করেন।
সাংবাদিকদের প্রশ্নে প্রতিক্রিয়া
উপদেষ্টা ফারুকী বলেন, “ম্যাস মার্ডার ডিনায়ালের একটা সূক্ষ্ম চেষ্টা থেকে কালকের প্রেস কনফারেন্সে যে কথাগুলা বলেছেন তিনজন সাংবাদিক, সেই কথাগুলা জুলাই দেখেছে এমন যেকোনো সেনসেটিভ মানুষকেই আহত করতে পারে। যে মা তার সন্তান হারিয়েছে মাত্র আট মাস আগে, যে সন্তান খুনির গুলিতে আহত হয়েছে, যে বোন-যে ভাই শহীদ হওয়ার হাত থেকে বেঁচে এসেছে, তাদের বুকে শেলের মতো বিঁধেছে সাংবাদিক তিনজনের কথা।”
তিনি আরও যোগ করেন, “ঘটনা থেকে মাত্র আট মাস দূরে দাঁড়িয়ে আমরা, খুনির বিচার হয় নাই এখনো। পশ্চিমে বিচার হওয়ার পরেও এখনো হলোকাস্ট ডিনায়াল মানুষের বুকে লাগে। আর কালকে যখন প্রশ্ন করা হলো, একজন খুনিকে খুনি বলা যাবে কিনা—এই প্রশ্ন জনতার জুলাইকেই বেমালুম নাই করে দেওয়ার একটা চেষ্টা হিসেবেই দেখেছে সবাই।”
চাকরিচ্যুতির বিষয়ে স্পষ্ট অস্বীকৃতি
সাংবাদিকদের চাকরিচ্যুতি প্রসঙ্গে ফারুকী বলেন, “আজকে সন্ধ্যায় জানলাম চ্যানেলগুলো তাদের চাকরিচ্যুত করেছে। প্রত্যেক চ্যানেলেরই নিজস্ব এডিটোরিয়াল পলিসি থাকে। তারা সেই পলিসির আলোকে কী সিদ্ধান্ত নেবে সেটা তাদের ব্যাপার।”
তিনি অনলাইনে ভাসা কিছু দাবির প্রতিক্রিয়ায় বলেন, “কেউ কেউ বলছে, আমাকে প্রশ্ন করায় চাকরি গেছে তাদের। এটা হাস্যকর কথা। বিষয়টা যে আমি না, বিষয়টা যে জুলাই এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পলিসির ব্যাপার—এটাও তারা বুঝতে পারছে না।”
‘ফর দ্য রেকর্ড’ ঘোষণা
পোস্টের শেষাংশে উপদেষ্টা ফারুকী আবারও স্পষ্ট করে বলেন, “সবার উদ্দেশে ফর দ্য রেকর্ড বলে রাখছি, তাদের চাকরির ব্যাপারে আমাদের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো রকম সংশ্লিষ্টতা নাই। এই বিষয়ে সংশয় থাকলে ওই চ্যানেলগুলোর সঙ্গে যোগাযোগ করলেই সবাই সত্য জানতে পারবেন। অনুমানে দুইয়ে দুইয়ে চার না মেলানোই ভালো।”