জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (National Security Advisor) ড. খলিলুর রহমান (Khalilur Rahman) বলেছেন, সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশি নাগরিক দাবি করে পুশইন করার ঘটনা গ্রহণযোগ্য নয়। বুধবার (৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে (Ministry of Foreign Affairs) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘‘ভারত থেকে জোর করে মানুষ প্রবেশ করানোর খবর আমরা পাচ্ছি। কেউ যদি বাংলাদেশের নাগরিক হন, তাহলে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় জানাতে হবে। পুশইন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’’
সম্প্রতি মেহেরপুর (Meherpur) জেলার মুজিবনগর (Mujibnagar) সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ (BSF)। বিজিবিকে তারা জানান, বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া খুলে তাদের জোর করে বাংলাদেশে ঠেলে দিয়েছে।
খাগড়াছড়ি (Khagrachhari) ও কুড়িগ্রাম (Kurigram) সীমান্ত দিয়েও অনুরূপভাবে লোক পুশইনের খবর পাওয়া গেছে। বুধবার (৭ মে) মাটিরাঙ্গা (Matiranga) ও পানছড়ি (Panchhari) সীমান্ত দিয়ে বিএসএফ ৬৬ জনকে পুশইন করেছে, যাদের অনেককে রোহিঙ্গা বলে দাবি করা হয়েছে। কুড়িগ্রাম সীমান্ত দিয়ে আরও ৩৬ জনকে পুশইন করা হয়।
খলিলুর রহমান বলেন, “প্রত্যেকটি কেস আলাদাভাবে যাচাই করছি। কেউ যদি বাংলাদেশের নাগরিক প্রমাণিত হন, তাহলে ফরমাল চ্যানেলে আমরা গ্রহণ করব। কিন্তু জোর করে ঢুকিয়ে দেওয়াটা মেনে নেওয়া যাবে না।”
এ বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ চলছে বলেও জানান তিনি।